প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৭:৩০
শাহরাস্তিতে অভ্যন্তরীণ ধান ও চাউল সংগ্রহ উদ্বোধন

চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাউল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। শাহরাস্তি উপজেলা এলএসডি কর্তৃক এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। সোমবার (৫ মে ২০২৫) সকালে রাগৈ এলাকার প্রান্তিক কৃষক রুহুল আমিনের ধান সংগ্রহের মধ্য দিয়ে অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল, উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেসবাহ উদ্দিন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদ সরোওয়ার্দী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হেনা ফয়সাল, মিনা অটো রাইস মিলের পরিচালক আ. মমিন প্রমুখ।
উপজেলা খাদ্য কর্মকর্তা কাজী মেসবাহ উদ্দিন জানান, চলতি মৌসুমে প্রান্তিক কৃষক থেকে ৭০৪ মে. টন ধান ও ১১৮৪ মে. টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধান ৩৬ টাকা ও চাউল ৪৯ টাকা দর নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে।