শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯

ভারত থেকে এলো ৪৬৮ টন আলু, আমদানি মূল্য প্রতি কেজি ২৭.৬০ টাকা

মো: জাকির হোসেন
ভারত থেকে এলো ৪৬৮ টন আলু, আমদানি মূল্য প্রতি কেজি ২৭.৬০ টাকা
ছবি : সংগৃহীত

দেশের বাজারে আলুর সংকট মোকাবিলা ও দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে আমদানি করা হয়েছে ৪৬৮ টন আলু। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের সেকেন্ড স্টেশন মাস্টার পারভিনা খাতুন।

তিনি জানান, ভারত থেকে এই আলুগুলো বেনাপোল স্থলবন্দর দিয়ে ট্রেনযোগে দেশে প্রবেশ করেছে। প্রতি কেজি আলুর আমদানি মূল্য পড়েছে ২৭ টাকা ৬০ পয়সা। এই আমদানিকৃত আলুগুলো দ্রুত দেশের বিভিন্ন পাইকারি বাজারে সরবরাহ করা হবে।

সরকারের উদ্যোগ:

সম্প্রতি আলুর মূল্যবৃদ্ধি রোধে সরকার দ্রুত পদক্ষেপ নেয়। আমদানি শুল্ক কমিয়ে ব্যবসায়ীদের ভারত থেকে আলু আমদানি করার সুযোগ দেওয়া হয়। এর অংশ হিসেবেই এই চালান দেশে আনা হয়েছে।

বাজার স্থিতিশীলতার প্রত্যাশা:

ব্যবসায়ীরা আশা করছেন, আমদানিকৃত আলু বাজারে সরবরাহ শুরু হলে আলুর দাম কমবে এবং ক্রেতারা স্বস্তি পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আলুর গুণগত মান পরীক্ষা করে তা বাজারজাত করা হবে।

বন্দর ও ব্যবসায়ীদের প্রস্তুতি:

বেনাপোল ও অন্যান্য স্থলবন্দরগুলোতে আমদানিকৃত আলুর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে অতিরিক্ত জনবল ও সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। আমদানিকারকরা বলেছেন, এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে দেশের আলুর বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

এদিকে, খুচরা বাজারে আলুর দাম এখনো কিছুটা বেশি থাকলেও শিগগিরই দাম কমার আশা করছে সাধারণ ক্রেতারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়