শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৬:৪৯

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বেড়েছে ইলিশের আমদানি (দেখুন ভিডিও)

মো: মিজানুর রহমান

মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত ইলিশের দেখা না মিললেও মধ্য মৌসুমে এসে চাঁদপুর মৎস্য বন্দরে প্রচুর পরিমাণে রূপালি ইলিশের আমদানি হচ্ছে। গড়ে প্রতিদিন ৪/৫ টি ইলিশ বোঝাই ফিশিং বোট চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে আসছে।

ইলিশের স্তুপ-এর ভেতর বড় সাইজের অর্থাৎ এক কেজির উপরে দেড় থেকে দুই কেজি পরিমাণ ইলিশ দেখা যাচ্ছে বেশ। সরজমিনে সোম ও মঙ্গলবার দুইদিন ঘাটে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে।

তবে ইলিশের আমদানি কিছুটা বৃদ্ধি পাওয়ায় দাম কেজিতে এক-দুই'শ টাকা কমেছে বলে আড়তদাররা জানান। বড় সাইজের প্রতি মণ ইলিশ ৩০ থেকে ৫২ হাজার টাকা, এক কেজির নিচে প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ২২ থেকে ২৬ হাজার টাকায় আর ছোট আকারের ইলিশের মন ১৩ থেকে ১৪ হাজার টাকা।

যদিও ব্যবসায়ীদের চোখে এখনও গত বছরের এই সময়ের আমদানিকে ছুঁতে পারেনি বর্তমান ইলিশের আমদানি জানিয়েছেন ব্যবসায়ীরা। আর এতে তুষ্ট ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে যে মাছ আসছে, এই ধারাবাহিকতা থাকলে কিছুটা লোকসান পুষিয়ে উঠতে সক্ষম হবেন তারা।

গত কয়েক দিনে সবচেয়ে বেশি ইলিশের আমদানি হয়েছে বাবুল হাজী, মালেক খন্দকার, গফুর জমাদার, সিরাজ চোকদার, রব চোকদার, কুদ্দুছ খা, মেজবাহ মাল ও চেয়ারম্যানের আড়তে।

৭ সেপ্টেম্বর সকালে চাঁদপুর মাছঘাটের আড়তগুলোতে রুপালি ইলিশের রমরমা অবস্থা দেখুন চাঁদপুর কণ্ঠের ভিডিও চিত্রে-

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়