প্রকাশ : ০৬ মার্চ ২০২৪, ২০:২৩
পবিত্র মাহে রমজান উপলক্ষে নতুন বাজার ব্যাবসায়ী সমিতির সভা
ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে পন্যের মূল্য রাখতে ব্যবসায়ীদের প্রতি আহবান
গতকাল ৬ মার্চ বুধবার বিকেল সাড়ে ৩ টায় শহরের নতুন বাজার পৌর ভবনের ৩য় তলায় নতুন বাজার ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে উক্ত বাজারের সকল ব্যাবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় নতুন বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী সভাপতির বক্তব্যে বলেন, পবিত্র মাহে রমজান মাসে সকল ব্যাবসায়ীকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সীমিত দামে বিক্রি ও সকল খাদ্যদ্রব্য পন্য সহনশীল পর্যায়ে ক্রেতাদের নাগালে রাখতে হবে। কোনোভাবেই দ্রব্যমূল্য অতিরিক্ত দামে বিক্রি করা চলবে না। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পন্য যে স্হান থেকে ক্রয় করেন, না কেনো অবশ্যই পুরান বাজার ও পাল বাজারের ব্যবসায়ীদের সামঞ্জস্য রেখে বিক্রি করার আহবান জানান।
সকল পন্যের মূল্য তালিকা দোকানের সামনে টাঙিয়ে দিবেন। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি সহ বিভিন্ন সংস্থা নিত্য প্রয়োজনীয় পন্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ও বিভিন্ন বিষয়ে নজরদারি মাঠে থাকবে, এরা সব সময় তদারকি করবেন। এ বিষয় আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। কিন্তু মনে রাখবেন, বাজার ও ব্যবসায়ীদের সন্মান যেনো হানি না হয়।
তাই বাজারের সকল পর্যায়ের সকল ব্যবসায়ীরা অসাধু ব্যবসা থেকে বিরত থেকে মানুষের সেবায় ব্যাবসা করার আহবান জানান।
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন জনুর পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবীদ সমিতির
সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ ওমর পাটওয়ারী. সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন খান, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম ও মোঃ নাসির খান,
সম্মানিত সদস্য নাজমুল হোসেন পাটওয়ারী ও
আঃ শুক্কুর মোস্তান , কোষাধ্যক্ষ আবুল হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক আবুল কাশেম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিতাই কর্মকার।
চাঁদপুর সু স্টোর স্বত্বাধিকারী আঃ রহিম, মেসার্স পাটওয়ারী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী, ঔষধ ব্যাবসায়ী মুকুল, মুদী ব্যবসায়ী সহিদ বেপারি, ফল ব্যাবসায়ী আবুল হোসেন, মুদি ব্যাবসায়ী হোসেন স্টোর এর স্বত্বাধিকারী গোলাম হোসেন প্রমূখ ।