শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৩, ২১:৩৪

চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নবম সাধারণ সভা অনুষ্ঠিত

এমরান হোসেন লিটন
চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নবম সাধারণ সভা অনুষ্ঠিত

চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির ৯ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের ঐতিহ্যবাহী চান্দ্রা বাজারের উত্তর পাশে সমিতির নিজস্ব ভবন বন্ধন টাওয়ারের দ্বিতীয় তলায় সমিতির কার্যালয়ে এ সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৯ম বার্ষিক সাধারণ সভায় মোট ১১ টি আলোচ্য সূচির উপর আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাধারণ সভা শেষে সমিতির পরিচালকদের মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এ সময় সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে ও মোঃ রিয়াদ হোসেন পাটোয়ারীর পরিচালনায় এবং  খালেদ খানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু করা হয়।  

সবায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর জেলা সমবায় কর্মকর্তা মোঃ মজিবুর রহমান খান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, সমবায় পরিদর্শক অমল চন্দ্র নন্দী। 

এ সময় আরও বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি মাওলানা মোঃ খালেদ খান, সমিতির সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দিন খান,  জাহাঙ্গীর হোসেন খান, আবুল কালাম খান, হুমায়ুন কবির সহ অনেকে। 

পরে সমিতির সভাপতি ও সহকারি  ব্যবস্থাপনা পরিচালকদের মেধাবী সন্তানদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সমিতির সভাপতি ও অনুষ্ঠানের সভাপতি মোঃ শাহাবুদ্দিন খানের বড় ছেলে মোঃ রাকিব উদ্দিন খানকে এইচএসসিতে জিপিএ ফাইভ ও তার আরেক ছেলে মোঃ সাকিব খান কোরআনের হাফেজ হওয়ায় পুরস্কার দেওয়া হয়। এবং সমিতির সহ-সভাপতি মাওলানা মোঃ খালেদ খানের একমাত্র ছেলে ছাইফ উদ্দিন খান সাইফ এসএসসি এবং সমিতির সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দিন খানের একমাত্র  ছেলে মোঃ নাজমুল হুদা এইচ এস সি, সহকারি ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন খানের একমাত্র মেয়ে মরিয়ম আক্তার ঝুমুর এসএসসি, সহকারী ব্যবস্থাপক আবুল কালাম খানের ছেলে মোঃ আফতাব খান কায়েস পঞ্চম শ্রেণীতে জিপিএ ৫, সহকারী ব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবিরের ছেলে সাজ্জাদ হোসেন সাইপ পঞ্চম শ্রেণীতে ভালো ফলাফল করায় এই পুরস্কার বিতরণ করা হয় । 

পরে সমিতির সভাপতি মোঃ শাহাবুদ্দিন খানের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।  

উল্লেখ্য; চান্দ্রা বিকল্প সঞ্চয় ও ঋণদান বহুমুখী সমবায় সমিতি লিঃ ২০১৪ সালের আগষ্ট মাসের ৫ তারিখে প্রতিষ্ঠিত হয়। যার নিবন্ধন নং ০৯/চাঁদ/১৪। বর্তমানে এ সমিতি চাঁদপুর জেলায় প্রথম স্থান অধিকার করে আছে। এবং বিভাগীয় ভাবে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়