প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ১৮:১২
মতলবে প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে চেক বিতরণ
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের (প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠী) মাঝে আজ ১৯ আগস্ট সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।
|আরো খবর
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচ.এম কবির আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার মো: রুহুল আমিনের সঞ্চালনায় ৭৩জন প্রতিবন্ধীর মাঝে ১লক্ষ ৭১ হাজার ৯শ টাকা ও ৩৭জন অনগ্রসর সদস্যদের মাঝে ৩লক্ষ ৫৫ হাজার ২শ টাকার চেক বিতরণ করা হয়।
এ সময় নারায়নপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোসলেহ উদ্দিন, মতলব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সমাজসেবা অফিসের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা অফিসার মো: রুহুল আমিন জানান, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীদের মাঝে ৫লক্ষ ২৭ হাজার ১শ টাকার চেক বিতরণ করা হয়। এ কর্মসূচি অব্যাহত থাকবে।