শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩, ০১:০৬

আবারো দাম বেড়েছে ডিম-মুরগির

স্টাফ রিপোর্টার
আবারো দাম বেড়েছে ডিম-মুরগির

বাজারে প্রতিদিনই বাড়ছে বিভিন্ন পণ্যের দাম। দামবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে নিত্যপণ্য। ইতোমধ্যে বাজারে ডিম ও মুরগির দাম বেড়েছে এবং আদা রসুনসহ

সবজি চড়া দামেই বিক্রি হচ্ছে।

শুক্রবার (৪ আগস্ট) চাঁদপুরের বিভিন্ন এলাকার বাজারে গিয়ে দেখা গেছে বাড়তি দামে বিক্রি হচ্ছে ডিম ও মুরগি।

হাঁসের ডিমের হালি বিক্রি হচ্ছে ৭০ টাকা ও ডজন ২১০ টাকায়। দেশি মুরগির ডিমের হালি বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং ডজন ২৪০ টাকা। এ ছাড়া ব্রয়লার সাদা ডিমের হালি ৪৫ টাকা এবং ডজন ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ব্রয়লার লাল দিমের হালি ৫০ টাকা এবং ডজন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। গত এক সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায় এবং সোনালির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।

সবজির বাজারে দেখা গেছে, পটলের কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়, বরবটি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ঝিঙে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, করলা ৭০ টাকায়, কাঁকরোল ৬০ টাকা, কচুরমুখি ৭০ টাকা ও লাউ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। ঢেঁড়স ৪০ টাকা, পেঁপে ৪০ টাকায়, মিষ্টি কুমড়া ৩০ টাকায় (কাটা পিস), চাল কমুড়া প্রতি পিস ৫০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা থেকে কমে ৬০ টাকা, ধনিয়া পাতা ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ভারতীয় টমেটোর কেজি ৪০০ টাকা ও দেশি টমেটো বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা, গাজর ১৪০ টাকা কেজি, আলু ৪০ টাকা কেজি, দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি ও ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা,রসুন ১৮০ কেজিদরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে দেখা গেছে, টেংরা মাছ ৮০০ টাকা কেজি, পাবদা ৫৫০ টাকা,তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা কেজি, রুই ৪০০ থেকে ৪৫০, মীরকার্প ৩২০ টাকা কেজি,কিশোর ইলিশর কেজি ৫০০-৬০০ টাকা,৫০০ গ্রাম ইলিশ এক হাজার ১০০ টাকা কেজি ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে । অপরদিকে, গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়