সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার

ব্যবসা মানে সবসময় লাভ হবে তা কিন্তু নয়

----জেলা প্রশাসক কামরুল হাসান

ব্যবসা মানে সবসময় লাভ হবে তা কিন্তু নয়
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, আমাদের সচেতনতার অভাব রয়েছে। সর্বপ্রথম আমাদের সচেতন হতে হবে। আমাদের মুখে মুখে দেশপ্রেম, আর ভেতরে ভেতরে শয়তানি, তা পরিহার করতে হবে। আইন প্রয়োগ করে সব সমাধান হয় না। তাই সবাইকে সচেতন করতে হবে। চাঁদপুরে যারা বসবাস করেন তারা সবাই সবার পরিচিত। আপনারা কাকে ঠকাবেন, সবাই আপনাদের পরিচিত লোক। নির্দিষ্ট পরিমাণে পণ্য উৎপাদন করলে আর নষ্ট বা বাসি হবে না। পণ্যের মান ঠিক রাখতে হবে।

তিনি আরো বলেন, আজকের সভায় আমরা কজন ভোক্তা আর আপনারা সবাই ব্যবসায়ী। পণ্যের দাম সামঞ্জস্য রাখার আহ্বান জানাচ্ছি। ব্যবসা মানে সবসময় লাভ হবে তা কিন্তু নয়। আগে সেবা নিশ্চিত করতে হবে। সেবা নিশ্চিত করলে লাভ আপনাদের হবে। আমরা চাই, চাঁদপুর জেলার মানুষ নিরাপদ খাদ্য খেয়ে সুস্থ থাকুক। আমরা সবাই মিলে খারাপকে বর্জন করলেই আমাদের উন্নত বাংলাদেশ হবে। আমরা সবসময় আপনাদের পাশে থাকবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সভাপ্রধানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্যাহ। প্রজেক্টরের মাধ্যমে সেমিনারের বিষয়বস্তু তুলে ধরেন চাঁদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব সরকার, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক গোপাল সাহা, মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী ঢালী, হাজীগঞ্জ বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ শাহ আলম, চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, হার্ডওয়্যার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহেদুল ইসলাম ভূঁইয়া, চাঁদপুর জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাওন পাটওয়ারী প্রমুখ।

উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক এসএম মোরশেদ হোসেন, চাঁদপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র শীল, আবহাওয়া কর্মকর্তা শাহ মুহাম্মদ শোয়েব, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম, চাঁদপুর কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান রুপম, পালবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ হারুনুর রশীদ, জেলা তথ্য অফিসারের পক্ষে দেলোয়ার হোসেন, চাঁদপুর জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি মোঃ নূরুল আলম, সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান আখন্দ, বিপণীবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জয়নাল মাঝিসহ অনেকে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়