শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ২০:১৭

চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা

স্টাফ রিপোর্টার
চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা

চাঁদপুরে শুরু হয়েছে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা।

রোববার ২ জুলাই বিকেলে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশির আহমেদ , অতিরিক্ত জেলা পুলিশ সুপার সুদীপ্ত রায়, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ডিআই-১ মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অলিউল্লাহ, প্রেসক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই প্রথম  মাসব্যাপী এই মেলার আয়োজন করছে চাঁদপুর প্রেসক্লাব।

 মেলায় হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন পসরা নিয়ে প্রায় ২০ টি স্টল অংশ নিয়েছে।এছাড়া শিশুদের বিনোদনের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইটস।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়