শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ আগস্ট ২০২১, ১৭:২৮

ফেমাস হসপিটাল ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সমঝোতা স্মারক

অনলাইন ডেস্ক
ফেমাস হসপিটাল ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সমঝোতা স্মারক

বৈশ্বিক মহামারী করোনার দুঃসময়ে একসাথে পথ চলার অঙ্গিকার করেছে ফেমাস স্পেশালাইজড হসপিটাল ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম। ঢাকায় কর্মরত চাঁদপুর জেলার সাংবাদিকদের সংগঠন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম এবং ঢাকার বনশ্রীতে অবস্থিত ফেমাস স্পেশালাইজড হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠানে এ অঙ্গিকার ব্যক্ত করা হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ফোরামের সভাপতি মিজান মালিক সংক্ষিপ্ত আলোচনায় ফেমাস হাসপাতালকে সংগঠনের সদস্যদের পাশে এগিয়ে আসায় ধন্যবাদ জানান।

ফেমাস স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ শুধু চিকিৎসা সেবা নয় সংগঠনের সকল ভালোকাজে পাশে থাকার আশ্বাস দেন। এ সময়ে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার, যুগ্ম সম্পাদক দুলাল হোসেন মৃধা, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন এবং দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী এখন থেকে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সকল সদস্য, তাদের পরিবারের স্ত্রী/স্বামী, সন্তান এবং বাবা-মা এই বিশেষ সুবিধা ভোগ করবেন। সুবিধা এক বা একাধিক বার (যতবার প্রয়োজন ততবার) নিতে পারবেন সদস্যরা।

উল্লেখ্য, ফেমাস স্পেশালাইজড হসপিটালে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস ও কোভিড-১৯ চিকিৎসাসহ সবধরনের উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া আরটি পিসিআর ল্যাব এবং এন্টিজেন দিয়ে কোভিড-১৯ পরীক্ষা করা যায়। তাছাড়া সকল ধরনের উন্নত মানের পরীক্ষা-নিরিক্ষা করা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়