শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২২, ১৭:৫৬

নারায়ণপুরে পূবালী ব্যাংকের উপ শাখার উদ্বোধন

মুহাম্মদ আরিফ বিল্লাহ
নারায়ণপুরে পূবালী ব্যাংকের উপ শাখার উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর বাজারে পূবালী ব্যাংক লিমিটেডের উপশাখার উদ্বোধন করা হয়েছে। গত ২৯ নভেম্বর সকাল ১১ টায় নারায়ণপুর বাজারের আব্দুল মতিন টাওয়ারে ব্যাংকের এ উপ-শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেড কুমিল্লা অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. লতিফুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পূবালী ব্যাংক প্রায় ৬৩ বছর যাবৎ সুনামের সাথে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, ব্যবসায়ীদের যে কোন লোন সুবিধা সহজ প্রক্রিয়ার মাধ্যমে কম সময়ের মধ্যে সমাধান করে দেয় পূবালী ব্যাংক। তিনি ব্যাংকের নারায়ণপুর উপশাখার সমৃদ্ধির জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

পূবালী ব্যাংকের নায়েরগাঁও শাখার ব্যবস্থাপক মির্জা মো. শরিফ হোসেনের সভাপ্রধানে এবং ব্যাংকের সিনিয়র অফিসার নাহিদ আক্তারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মোসা: রেহেনা আক্তার, চাঁদপুর প্রধান শাখার ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, ব্যাংকের নারায়ণপুর উপশাখার ভবন মালিক মো. আব্দুল মতিন মেম্বার, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সুলতান কাজী, মেসার্স সবুজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সবুজ মিয়া, মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজের মালিক মো. আনোয়ার হোসেন, মেসার্স জননীর সংসারের মালিক চন্দন সরকার, মেঘনা লাইফ ইনস্যুরেন্স নারায়ণপুর জোনাল অফিসের ইনচার্জ কাজী মো. সাঈদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের নারায়ণপুর উপশাখার ব্যবস্থাপক মো. মাঈনুদ্দিন পাটোয়ারী।

পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফেজ মো. বারাকাত। ব্যাংকের উদ্বোধন উপলক্ষ্যে সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর সাহেব বাজার জামে মসজিদের ইমাম মাও. মো. শহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়