রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ২২:০৩

‘জাতীয় রপ্তানি ট্রফি’র জন্যে মনোনীত হয়েছে এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিবিজে লেদার গুডস লিমিটেড

অনলাইন ডেস্ক
‘জাতীয় রপ্তানি ট্রফি’র জন্যে মনোনীত হয়েছে এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিবিজে লেদার গুডস লিমিটেড

বিশিষ্ট শিল্পপতি জয়নাল আবেদিনের প্রতিষ্ঠানের আবারও রাষ্ট্রীয় পদক অর্জন বাংলাদেশের রপ্তানি খাতে অবদানের জন্য ‘জাতীয় রপ্তানি ট্রফি’র জন্যে মনোনীত হয়েছে এবিসি ফুটওয়্যার ই›ডাস্ট্রিজ লিমিটেড ও বিবিজে লেদার গুডস লিমিটেড।

২০১৭-১৮ অর্থ বছরে চামড়াজাত পণ্যে দেশের রপ্তানি খাতে সর্বোচ্চ অবদানের জন্য এই পদক ঘোষণা করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বৃহস্পতিবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে রৌপ্য ও বিবিজে লেদার গুডস লিমিটেডকে ব্রোঞ্জ ট্রফির জন্য মনোনীত করা হয়েছে। এই ুই প্রতিষ্ঠানেরই কর্ণধার চাঁপুরের কৃতী সন্তান শিল্পপতি জয়নাল আবেদীন মজুমদার। পরিস্থিতি স্বাভাবিক হলে শিগ্গিরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করবেন জয়নাল আবেদিন মজুমদার।

দেশের চামড়া শিল্পে দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন হাজীগঞ্জে জন্ম নেয়া জয়নাল আবেদিন মজুমদার। যার স্বীকৃতি স্বরূপ এবিসি ফুটওয়্যার ুইবার (২০১২-১৩ ও ২০১৪-১৫ অর্থ বছর) রাষ্ট্রের এই সর্বো”চ ট্রফি অর্জন করে। বিবিজি লোর গুডসও ২০১৬-১৭ অর্থ বছরে এই পদক অর্জন করে। ব্যবসা সফল জয়নাল আবেদিন মজুমদার নিজেও পেয়েছেন একাধিকবার রাষ্ট্রীয় স্বীকৃতি। ২০১৩ থেকে ২০১৬ এই চার বছর টানা সিআইপি নির্বাচিত হন তিনি।

ঢাকার সাভারের আশুলিয়ায় অবস্থিত এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বিবিজে লেদার গুডস লিমিটেডে বর্তমান এক হাজারের বেশি কর্মচারী, শ্রমিক কর্মরত আছেন। ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয় রপ্তানি ট্রফি গ্রহণ করেন শিল্পপতি জয়নাল আবেদীন মজুমদার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়