প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
জনতা ব্যাংকের নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন
জনতা ব্যাংক লিমিটেডের নোয়াখালী বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর চাঁদপুর সার্কিট হাউজে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ সালাম আজাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি মোঃ কামরুল আহসান এবং ব্যাংকের চীফ ফিন্যান্সিয়াল অফিসার (ডিএমডি) মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ।
|আরো খবর
নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের জিএম বিশ্বজিৎ কর্মকারের সভাপতিত্বে বিভাগীয় কার্যালয়ের আওতাধীন চাঁদপুর এরিয়ার উপ-মহাব্যবস্থাপক এ.কে.এম. মনির চৌধুরী, নোয়াখালী এরিয়ার উপ-মহাব্যবস্থাপক মোঃ জামাল আবদুন নাসের এবং ফেনী এরিয়ার সহকারী মহাব্যবস্থাপক (ইনচার্জ) মোঃ এমরান হোসেন মজুমদারসহ তিনটি এরিয়ার ৫৮ জন শাখা ব্যবস্থাপক সম্মেলনে অংশগ্রহণ করেন।
সম্মেলনের প্রধান অতিথি এমডি এন্ড সিইও তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণ বৃদ্ধি, অবলোপন আদায় ও প্রতিটি শাখাকে সিএল মুক্ত করাসহ ২০২২ সালে নোয়াখালী বিভাগের জন্য নির্ধারিত মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনের নির্দেশ প্রদান করেন। অনুষ্ঠানের সমাপনী পর্বে বীর মুক্তিযোদ্ধার চাঁদপুরে আগমন উপলক্ষে চাঁদপুর জেলার মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে এমডি এন্ড সিইওকে ক্রেস্ট প্রদান করা হয়।