শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ১৯:২৬

জীবন ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী

মিজানুর রহমান
জীবন ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছেন সোনালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী

চাঁদপুরে করোনাকালীন সময়ে চলমান অস্থিরতার মধ্যেও সোনালী ব্যাংকের ২০টি শাখার নিরবিচ্ছিন্ন কার্যক্রম চালু থাকায় গ্রাহকের স্বস্তি দেখা গেছে। আর গ্রাহকসেবা নিশ্চিতে জেলা জুড়ে কাজ করছে সোনালী ব্যাংকের ১'শ ৮৯জন কর্মকর্তা-কর্মচারী। সম্প্রতি সোনালী ব্যাংক চাঁদপুর শাখা থেকে এসব তথ্য জানা যায়।

সোনালী ব্যাংকের কয়েকজন গ্রাহক জানান, যেখানে নানা জটিলতায় করোনা মাহামরীতে অন্যান্য ব্যাংক কার্যক্রম নড়বড়ে। সেখানে সোনালী ব্যাংকের লেনদেন চালু থাকায় আমরা স্বস্তিতে রয়েছি। টাকা লেনদেনে তাই সোনালী ব্যাংক আমাদের নিরাপদ আশ্রয় ছিলো এবং থাকবে।

সোনালী ব্যাংকের চাঁদপুরের শাখা প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আসলাম হোসেন জানান, আমরা জীবন ঝুঁকি নিয়েও গ্রাহকসেবা নিশ্চিত করতে কাজ করছি। চেষ্টা করছি গ্রাহকের চাহিদা সেবায় সম্পূর্ণ নিজেকে বিলিয়ে দিতে। যেজন্য করোনার এমন দূর্যোগকালীন সময়েও আমরা ১টি দিনের জন্যও আমাদের কোন শাখার কার্যক্রম বন্ধ রাখিনি। আমরা যাতে সুস্থ্য থেকে এভাবেই সবাইকে সেবা দিতে পারি সেজন্য সকলের কাছে দোয়া চাই।

এদিকে সোনালী ব্যাংক চাঁদপুরের ডিজিএম মোঃ খায়রুল আনাম ভূঞা জানান, করোনায় এখন পর্যন্ত সোনালী ব্যাংকের চাঁদপুরের আওতায় থাকা ২০টি শাখার প্রায় ১৭জন কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছে। যদিও আল্লাহর অশেষ রহমতে সবাই এখনো সুস্থ্য আছেন। তবুও জীবন ঝুঁকি নিয়ে আমাদের শাখা কার্যক্রমগুলো ১ দিনের জন্যও বন্ধ রাখিনি।

তিনি তাদের সেবার সফলতা প্রসঙ্গে জানান, মোবাইল ব্যাংকিং চালু হওয়ায় পূর্বেই ভাতাভোগীরা তাদের সকল টাকা কোন ভোগান্তি ছাড়াই উত্তোলন করেছেন। এছাড়াও ফরেন রেমিট্যান্স, বেতনভাতা কার্যক্রমসহ ঈদের পার্বেই সবাই উত্তোলন করতে পেরেছেন। এরসাথে দৈনন্দিন ব্যাংকিং সেবা কার্যক্রমতো চলমান রয়েছেই। গ্রাহকের সেবা নিশ্চিতে সুস্থ্য থেকে কার্যক্রম এগিয়ে নিতে আমাদের জন্য সবার দোয়া চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়