রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৫ জুলাই ২০২২, ২১:৫৫

হাইমচরে পূবালী ব্যাংকের ৭১তম উপ-শাখার শুভ উদ্বোধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে পূবালী ব্যাংকের ৭১তম উপ-শাখার শুভ উদ্বোধন
হাইমচরে পূবালী ব্যাংকের ৭১তম উপ-শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক লতিফুর রহমান।

‘ঐতিহ্যের পথ বেয়ে অর্থনৈতিক অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাইমচরে পূবালী ব্যাংক লিমিটেডের উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, দ্রুত ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে পূবালী ব্যাংক লিমিটেড চাঁদপুর শাখার অধীনে আলগী বাজারে অবস্থিত বালুর মাঠস্থ নতুন ভবনের ২য় তলায় পূবালী ব্যাংক লিমিটেড আলগী বাজার উপ-শাখার শুভ উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টার দিকে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পূবালী ব্যাংক লিমিটেড, চাঁদপুর প্রধান শাখার ব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও পূবালী ব্যাংক লিমিটেডের অফিসার খাদিজা খাতুন চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক লতিফুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চলিক কার্যালয়ের মোসাঃ রেহেনা আক্তার। এছাড়াও উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আজিজুল হক বাবুল, পাটোয়ারী ট্রেডার্সের খালেদ হোসেন পাটোয়ারী প্রমুখ।

পূবালী ব্যাংক লিমিটেড আলগীবাজার উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আলগী বাজার উপ-শাখার ব্যবস্থাপক মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফখর উদ্দিন আলী আহামেদ, হাইমচর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নান, মরহুম মোতালেব জমদ্দারের ছেলে বাবু জমাদ্দারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত অতিথিবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়