মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ৩০ জুন ২০২২, ১৩:৫৯

হাজীগঞ্জ পৌরসভার ১শ’ ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ পৌরসভার ১শ’ ১৪ কোটি টাকার বাজেট ঘোষণা

১শ’ ১৪ কোটি টাকায় চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কনফারেন্স রুমে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট পেশ করে পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। গত অর্থ বছর থেকে এবারে প্রায় প্রায় ৫০ কোটি টাকা বেশি ধরা হয়েছে। হাজীগঞ্জ পৌরসভা প্রথম শ্রেনির পৌরসভা। মোট রাজস্ব বাজেট আয় ধরা হয়েছে ১শ’ ১৪ কোটি, ১৪ লক্ষ, ২০ হাজার ২শ’ ৫০ টাকা, রাজস্ব বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১শ’ ৯ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা, উদ্বৃত্ত ধরা হয়েছে ৪ কোটি ৬২ লাখ ৫০ হাজার ২৫০ টাকা। রাজস্ব বাজেটে আয় ধরা হয়েছে ২৭ কোটি টাকা ৯ লক্ষ ১ হাজার ২৫০ টাকা। ব্যয় ধরা হয়েছে ২৬ কোটি ২৭ লাখ ৫ হাজার টাকা হয়েছে,উদ্বৃত্ত ধরা হয়েছে লাখ ৮১ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা।

মোট উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছে ৮৭ কোটি ৫ লক্ষ ১৯ হাজার টাকা,উন্নয়ন বাজেটে ব্যায় ধরা হয়েছে ৮৩ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার টাকা,উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ৫৪ হাজার টাকা। বাজেট পেশ অনুষ্ঠান সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা মুহম্মদ ইনামূল হাছান, হিসাবরক্ষন কর্মকর্তা সফিকুর রহমান, হিসাব রক্ষক হাবিব উল্লাহ ভূইয়া। বাজেট পেশ সঞ্চালনা করেন পৌর বাজার পরিদর্শক খাঁজা সফিউল বাসার রুজমন। এ সময় প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম, আজাদ মজুমদার,রোকেয়া আলমসহ অন্য সকল কাউন্সিলরবৃন্দ,গনমাধ্যমকর্মী ও সূধীজন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়