শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ জুন ২০২২, ০০:০০

আজ চাঁদপুরে পুনাকের মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা উদ্বোধন

প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

আজ চাঁদপুরে পুনাকের মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা উদ্বোধন
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

চাঁদপুরে বিশাল পরিসরে শিল্প ও পণ্য মেলা আজ থেকে শুরু হচ্ছে। মাসব্যাপী এই মেলায় সকল ধরনের পণ্য বিক্রির স্টল ছাড়াও শিশুদের জন্য থাকবে বিনোদনের ব্যবস্থা। কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, অত্যন্ত পরিমার্জিত এ মেলায় আকর্ষণীয় নানা ধরনের পণ্যের স্টল থাকবে। চাঁদপুর আউটার স্টেডিয়াম জুড়ে মেলাটি হচ্ছে। আজ ২০ জুন সন্ধ্যায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুরের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী ‘পুনাক শিল্প ও পণ্য মেলা-২০২২’-এর উদ্বোধন করা হবে। মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর শাখার সভানেত্রী ডাঃ আফসানা শর্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান ও পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আয়োজকদের থেকে জানা গেছে, মেলায় শতাধিক স্টল থাকছে। মেলায় আগত দর্শনাথীদের জন্যে দেশী ও বিদেশী আকর্ষণীয় ঐতিহ্যবাহী নিত্যপ্রয়োজনীয় পণ্য, পোশাক ও প্রসাধনী বিক্রয় করা হবে এবং শিশুদের জন্যে বিনোদনমূলক উপকরণের স্টলসহ বিভিন্ন ধরনের বাহারি খাবারের স্টল থাকবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে দেশের খ্যাতিমান শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রসহ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়