শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ জুন ২০২২, ১২:৫১

জিপিএইচ ইস্পাত চাঁদপুরের নির্মাণ শিল্পী, ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ারদের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
জিপিএইচ ইস্পাত চাঁদপুরের নির্মাণ শিল্পী, ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ারদের মতবিনিময় সভা

জিপিএইচ ইস্পাত চাঁদপুরের নির্মাণ শিল্পী, ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ারদের মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজ অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন শনিবার দুপুরে বাগাদী চৌরাস্তায় এ সভা অনুষ্ঠিত হয়।

জিপিএইচ ইস্পাতের এক্সক্লুসিভ ডিলার হাজী মোঃ মোশাররফ হোসাইনের সভাপতিত্বে এবং ক্রাউন সিমেন্ট চাঁদপুরের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রনব সাহার সঞ্চালনায় প্রধান অতিথির দিক-নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন জিপিএইচ ইস্পাতের এক্সিকিউটিভ ডিরেক্টর শোভন মাহবুব রাজ।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জিপিএইচ ইস্পাতের সিনিয়র ম্যানেজার মফিজুল ইসলাম বাচ্চু, টেকনিক্যাল সাইটের ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার পার্থ কর্মকার, মারজুক ঐশ্বর্য্য, নাঈমা মোশাররফ, হেড অব সেলস মামুন কবির প্রমুখ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল-শিক্ষিকা ও নারী সংগঠক মাহমুদা খানম।

অনুষ্ঠানে ক্রমান্বয়ে স্বাগত বক্তব্য, প্রেজেন্টেশন ও সমাপনী বক্তব্য শেষে লটারি বিজয়ীর নাম ঘোষণা করা হয়। এতে ফরিদগঞ্জের ঠিকাদার মোঃ জামাল বিজয়ী হন। তিনি বিনা খরচে পবিত্র ওমরা হজে¦ যাওয়ার সুযোগ পান। পরে জিপিএইচের চাঁদপুরের সকল নির্মাণ শিল্পী, ব্যবসায়ী ও ইঞ্জিনিয়ারগণ মধ্যাহ্নভোজে অংশ নেন এবং সবশেষে কণ্ঠ শিল্পী নকুল বিশ্বাসের মনোমুগ্ধকর গান, সাংস্কৃতিক পর্ব ও উপহার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়