শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২২, ১২:২৯

চাঁদপুর জেলা পুলিশের সাথে চেম্বার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের মতবিনিময়

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুর জেলা পুলিশের সাথে চেম্বার নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের মতবিনিময়

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর চেম্বার অব কমার্স, মার্কেট ব্যবসায়ী, হোটেল ও জুয়েলারী ব্যবসায়ী নেতৃবৃন্দ। গত ২৫ এপ্রিল (সোমবার) দুপুর ১২টায় চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার)।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শপিং মল, ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশি নিরাপত্তা জোরদার করতে হবে। যে সকল মার্কেটে সিসি ক্যামেরা নেই, সে সকল মার্কেটের সম্মুখে ব্যবসায়ী এবং ক্রেতাদের সুবিধার্থে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ব্যবসায়ীরা স্বস্ব উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে। আমরা চাঁদপুরবাসীকে নির্বিঘ্নে ঈদ করতে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা প্রদান করবো। পুলিশের মোবাইল টিমের জেলা শহরসহ সকল উপজেলায় সার্বক্ষণিক নজরদারি থাকবে। লোক সমাগম বেশি হয় এমন স্থানে আমাদের পুলিশ সদস্যরা নিরাপত্তা জোরদার করবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল ঘোষ, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ, ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, চাঁদপুর হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, চাঁদপুর হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, চাঁদপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন বাবুল, চাঁদপুর ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর জহিরুল ইসলাম, চাঁদপুর গোয়েন্দা সংস্থার ওসি নজরুল ইসলাম, হাকিম প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও মতবিনিময় সভায় চাঁদপুর চেম্বার ও কমার্স এবং ব্যবসায়ী সমিতির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিগণ অংশ নেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়