শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০০:০৩

চাঁদপুর সদরে সিডিউল বিক্রিতে সরকারের রাজস্ব আয় ৩১ লক্ষ টাকা

চাঁদপুর সদরে সিডিউল বিক্রিতে সরকারের রাজস্ব আয় ৩১ লক্ষ টাকা
অনলাইন ডেস্ক

চাঁদপুর সদরে উন্নয়ন প্রকল্পের সিডিউল বিক্রি করে সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়েছে ৩১ লক্ষ টাকা।

চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রফিকুল ইসলাম বলেন, চাঁদপুর সদরে "বার্ষিক উন্নয়ন কর্মসূচীর ২০২১-২২ অর্থবৎসরে গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় ১০টি সেতু নির্মাণের সিডিউল ড্রপিং ৩১ জানুয়ারি দুপুর ২ টায় সম্পন্ন হয়েছে। এরপর বিকাল ৫ টার সময় চাঁদপুর সদর ইউএনও এর অফিস কক্ষে ঠিকাদার কর্তৃক ড্রপিংকৃত ১০টি কাজের সিডিউল গোছানোর কার্যক্রম হাতে নেয়া হয়, যা চলমান রয়েছে।

তিনি আরও বলেন, চাঁদপুর সদর উপজেলায় দাখিলকৃত দরপত্র সমূহ উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কর্তৃক গঠনককৃত দরপত্র বাক্স খোলা কমিটির উপস্থিতিতে খোলা হয়েছে। বুধবার হতে দরপত্র মূল্যায়ন কমিটির মূল্যায়ন কার্যক্রম চলবে। পরবর্তীতে মূল্যায়ন কমিটির সিদ্ধান্তক্রমে অতিদ্রুত ওপেন লটারীর মাধ্যমে স্বচ্ছতারসহিত ঠিকাদার নিয়োগ করা হবে। এ বছর চাঁদপুর সদর উপজেলায় সারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সিডিউল বিক্রি হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৩১ লক্ষ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ, পিআইও রফিকুল ইসলাম, এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী আহম্মদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম প্রমূখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়