প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ১৫:৫৩
চাঁদপুর চেম্বার অব কমার্সের নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা
দেশের উন্নয়নে সম্মিলিত প্রচেস্টায় আমরা অর্থনৈতিক চাকা সচল রাখব : আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২২-২০২৩ বর্ষের নির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি শনিবার সকালে চাঁদপুর চেম্বার কার্যালয়ে অনুষ্টিত সভায় নির্বাচিত পরিচালকগন পুনরায় সভাপতি পদে নির্বাচিত বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিমকে ফুলেল শুভেচ্ছা প্রদানের মধ্যে দিয়ে বরন করে নেন। এ সময় নির্বাচিত পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম (ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান), মোঃ মাইনুল ইসলাম, মোহাম্মদ আলী জিন্নাহ, মোঃ আমিনুর রহমান, মোহাম্মদ আলী মাঝি (চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র), মোঃ হযরত আলী, পরেশ চন্দ্র মালাকার, গোপাল চন্দ্র সাহা, মোঃ লিয়াকত পাটওয়ারী, সিহাদ শাহরিয়ার আখন্দ উপস্থিত ছিলেন। প্রানবন্ত প্রথম সভায় পুনঃ নির্বাচিত সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম সকলকে ধন্যবাদ জানান এবং পুনরায় তাকে চেম্বারের সভাপতি নির্বাচিত করায় পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি আল্লাহর কাছে শোকরিয়া আদায় করছি, আমার উপর অর্পিত দায়িত্ব যেন আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সেজন্য আল্লাহপাকের দোয়া ও আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। চাঁদপুরের সামাজিক উন্নয়নে চাঁদপুর চেম্বারের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেবা, শিক্ষা, সামাজিকতা, মানবিকতা সকল ক্ষেত্রে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যথেষ্ট অবদান রয়েছে। আমরা আগামীতেও এ সকল কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। ব্যবসায়িক ক্ষেত্রে চাঁদপুরের অনেক ঐতিহ্য রয়েছে, ব্যবসায়িক এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। দেশের উন্নয়নে সম্মলিত প্রচেস্টায় আমরা অর্থনৈতিক চাকা সচল রাখব। আমার অনুরোধ থাকবে সামর্থবানরা যাতে চাঁদপুরে মিল কারখানা গড়ে তুলতে পারে সেজন্য আপনারা সহযোগিতা করবেন। নতুন নতুন মিল কারখানা গড়ে তোলা না গেলে নতুন কর্মসংস্থান সম্ভব হবে না, ফলে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাবে। তিনি চাঁদপুর শহর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মানে মাননীয় সাংসদ শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সুদৃষ্টি কামনা করেন। তিনি প্রতি দুমাস অন্তর কার্যকরী পরিষদের সভা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
|আরো খবর
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন চেম্বার পরিচালক মোঃ লিয়াকত পাটওয়ারী ও পবিত্র গীতা পাঠ করেন চেম্বারের সহ সভাপতি তমাল কুমার ঘোষ।
চেম্বার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিমের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ এদিন বিকেলে চেম্বার কার্যালয়ের সন্মুখ স্থানে শীতার্ত কয়েকশ অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেন।