বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৯:৫৩

চাঁদপুর চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

সভাপতি মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায় ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষ

স্টাফ রিপোর্টার
চাঁদপুর চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন ২০২২ ও ২০২৩ সম্পন্ন হয়েছে। গত ২৬ ডিসেম্বর চাঁদপুর চেম্বার কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনার অ্যাডঃ মজুমদার একে এম ফারুক সকল প্রস্তুতি সম্পন্ন করেন। তাকে সহায়তা করার জন্যে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ সিরাজ খান ও উমেষ চন্দ্র সাহা উপস্থিত ছিলেন। কিন্তু ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী নির্ধারিত পদের অধিক সংখ্যক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনার গত ২৬ ডিসেম্বর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বি-বার্ষিক নির্বাচনে অংশ নেয়া বৈধ প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করেন। বিজয়ীদের মধ্যে সাধারণ গ্রুপে মোহাম্মদ আলী মাঝি, মোঃ আমিনুর রহমান, রেজওয়ানুর রহমান, সালাহউদ্দিন মোঃ বাবর, অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, মোঃ মাইনুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, মোহাম্মদ আলী জিন্নাহ এবং এসোসিয়েটেড গ্রুপে গোপাল চন্দ্র সাহা, মোঃ লিয়াকত পাটওয়ারী, সুভাষ চন্দ্র রায়, তমাল কুমার ঘোষ, মোঃ হযরত আলী, শিহাদ শাহরিয়ার আখন্দ ও ট্রেড গ্রুপে পরেশ চন্দ্র মালাকারকে বৈধ নির্বাচিত বলে ঘোষণা করেন।

২৭ ডিসেম্বর চেম্বার ভবনে নবনির্বাচিত পরিচালকগণ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের মধ্যে থেকে পরিচালনা পর্ষদ গঠন করেন। পরিচালনা পর্ষদের নেতা নির্বাচিত হন, সভাপতি পদে আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম, সিনিয়র সহ-সভাপতি পদে সুভাষ চন্দ্র রায় এবং সহ-সভাপতি পদে তমাল কুমার ঘোষ। চাঁদপুর চেম্বার অব কমার্সের ২০২২ ও ২০২৩ সালের পরিচালনা পর্ষদে পুনরায় স্বপদে নির্বাচিত হওয়ায় নির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে নবনির্বাচিত পরিচালকগণ অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য নেতৃত্বকে পুনরায় নেতা নির্বাচিত করতে পারায় সন্তোষ প্রকাশ করেন। তারা মনে করেন ব্যবসায়ীদের উন্নয়নে যোগ্য নেতৃত্বের প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে তারা যোগ্য নেতৃত্ব নির্বাচনে সঠিক ভূমিকা রাখতে পেরেছেন বলে অভিমত প্রকাশ করেন। পুনঃ নির্বাচিত সভাপতি সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালকদের ধন্যবাদ জানান এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানপূর্বক সকল উন্নয়নে চেম্বার পরিচালকসহ ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়