শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২১, ১১:১১

ফের আইবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ

অনলাইন ডেস্ক
ফের আইবিসিসিআই সভাপতি মাতলুব আহমদ

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ। সহসভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন এইচএসটিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শোয়েব চৌধুরী এবং ইন্দোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ম্যানেজার অভিষেক দাস। আজ (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০২১-২৩ মেয়াদে আইবিসিসিআইয়ের ২৪ সদস্যের পরিচালনা পর্ষদ নির্বাচনের কথা জানানো হয়েছে।

নতুন কমিটিতে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার কান্ট্রি হেড প্রকাশ চাঁদ সাবু অনারারি সেক্রেটারি জেনারেল, কোয়ালিটি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াহেদ অনারারি যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ সিস্টেম টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সুলতান আহমেদ অনারারি কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন ফতুল্লা ইস্পাত রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, সিইআট একেখান লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল চেল্লাপ্পান পিল্লাই, বিআর স্পিনিং মিলসের আলহাজ বজলুর রহমান, এমএকেএস অ্যাটায়াস ফারখুন্দার জাবীন খান, মেরিকো বাংলাদেশের আশীষ গৌপাল, টাটা মোটরসের মধু পি সিং, শারোথি এন্টারপ্রাইজের মতিয়ার রহমান, ব্রিক ওয়ার্কস ডেভেলপমেন্টের লিয়াকত আলী ভূঁইয়া, এশিয়ান পেইন্টসের রিতেশ দোশি, রহমান শিপিং লাইনসের মশিউর রহমান, মাহিন্দ্রা ও মাহিন্দ্রা লিমিটেডের রবিন কুমার দাস, দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির শ্রীকান্ত আইয়ার, আয়ন এক্সচেঞ্জ এনভায়রনমেন্ট ম্যানেজমেন্টের জুলফিকার শেখ, এইচএমসিএল নিলয় বাংলাদেশের নগেন্দ্র দ্বিবেদী, এয়ার টাচ লিমিটেডের মাওলানা এয়াকুব শরাফতি, এজিয়ন ল্যাবরেটরিজের অজিত কুমার, সান ফার্মাসিউটিক্যালসের সঞ্জয় বসু এবং গালফ ওরিয়েন্ট সিওয়েজের এস কে মাহফুজ হামিদ।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন শামসুল আলম। সদস্য ছিলেন বিজয় কুমার কেজরিওয়াল ও কোহিনুর ইসলাম।

উল্লেখ্য, আবদুল মাতলুব আহমদ বেশ কিছু দিন ধরে ভারত-বাংলাদেশ চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতিও ছিলেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়