বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২১, ১৯:২৯

বাবুরহাটে ভোজনবাড়ি রেস্টুরেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে

বাবুরহাট বাজার একটি ব্যবসায়ীক জোন : চাঁদপুর পৌর মেয়র

হাছান খান মিসু
বাবুরহাট বাজার একটি ব্যবসায়ীক জোন : চাঁদপুর পৌর মেয়র

বাবুরহাটে ভোজন বাড়ি রেস্টুরেন্ট মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ৭ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫ টায় চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বাবুরহাট বাজারের মতলব রোডস্থ হাজী মোবারক শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ রেস্টুরেন্ট উদ্বোধন করা হয়।

চাঁদপুর পৌর মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল এ রেস্টুরেন্ট এর উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, বাবুরহাট বাজার একটি ব্যবসায়ীক জোন। এখানে ব্যবসার সম্ভাবনা রয়েছে। এখানে অনেকেই ইনভ্যাস্ট করছেন। এজন্য সকলের সহযোগীতা প্রয়োজন। মানুষ ব্যবসা করতে আসলে প্রথমেই নিরাপত্তা চায়। নিরাপত্তার পরিবেশ আপনাদেরকেই বজায় রাখতে হবে।

চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রশিদ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুরহাট বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন খান।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়াম্যানের আলহাজ্ব মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির দুলাল মাল, রেস্টুরেন্টের স্বত্বাধীকারী মোঃ শামিম হোসেনসহ বাবুরহাট বাজারের ব্যবসায়ীবৃন্দ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা ফারুক আহমেদ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়