রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৩ জুলাই ২০২১, ০০:০০

বিধিনিষেধ অমান্য করায় অর্থদণ্ড

এক হোটেলকে জরিমানা ১০ হাজার টাকা

মোঃ মিজানুর রহমান ॥
এক হোটেলকে জরিমানা ১০ হাজার টাকা

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে এক সপ্তাহের লকডাউনের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার সরকারি বিধিনিষেধ অমান্য এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় ৯ মামলায় ১৩ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল ২ জুলাই শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।

তিনি জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন এবং সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯ মামলায় ১৩ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে শহরের বাবুরহাট এলাকায় তৃপ্তি হোটেলে মানুষকে বসিয়ে খাবার পরিবেশন করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, আদালত পরিচালনার পাশাপাশি জনসাধারণকে স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে উদ্বুদ্ধ করা হয়। এ সময় আনসার, ট্রাফিক পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

চাঁদপুর সদর উপজেলার মহামায়া, শহরের বাবুরহাট, ওয়্যারলেস মোড়, কালীবাড়ি, পালবাজার, পুরানবাজার ব্রিজ ও মোলহেড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়