প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮
চাচার ফসল নষ্ট করে ভাতিজার কলা গাছ রোপণ

হাজীগঞ্জের ৩ বারের সাবেক ইউপি সদস্য চাচা মো. লোকমান প্রধানীয়ার ফসলি জমিতে লাগানো তরকারি ও জমির বেড়া নষ্ট করে তাতে কলা গাছের চারা লাগিয়ে দিয়েছে বাড়ির সম্পর্কীয় ভাতিজা মৃত আবু জাফরের ছেলে রিয়াদ হোসেন গং। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকমান প্রধানীয়া হাজীগঞ্জ থানায় একটি অভিযােগ দিয়েছেন। গত শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) সকালে ঘটনাটি ঘটে উপজেলার দ্বাদশ গ্রাম ইউনিয়নের ইছাপুরা মৌজার সিএস ৩২ নং খতিয়ানের ৭৯১ নং দাগের ২১.৫০ শতাংশ কৃষি জমিতে। এ ঘটনায় থানা পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
|আরো খবর
সরজমিনে গেলে দেখা যায়, ইছাপুরা গ্রামের প্রধানীয়া বাড়ির দক্ষিণ পূর্ব কোণায় পাকা সড়কের সেতুর দক্ষিণ পূর্ব কোণা ঘেঁষে একটি বাড়ির পরে লোকমান প্রধানীয়ার দাবিকৃত কৃষি জমি। তার মধ্যে বেগুন ও লাল শাকসহ তরকারি গাছ নষ্ট করা একটি জমি পড়ে রয়েছে, যার বেড়া মাটিতে উপড়ানো আর তাতে কলা গাছের চারা রোপণ করা রয়েছে।
লোকমান প্রধানীয়ার অভিযোগের সূত্রে জানা যায়, গত ৪০ বছর ধরে ওয়ারিশ সূত্রে মালিক হয়ে তিনি ভােগ দখল করে আসছেন। এ ভূমিসহ অন্য আরো কিছু ভূমি নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ চলে আসছে। এর মাঝে এ বছর আমার দখলীয় জমিতে লাগানো তরকারি গাছ, ফসলাদি ও জমির বেড়া নষ্ট করে ৩০ হাজার টাকা ক্ষতিসাধন করেছে। অভিযোগের বিবাদীরা হলেন : ইছাপুরা তফদার বাড়ির মৃত আবু জাফরের ছেলে রিয়াদ হোসেন (২৮), রাশেদ হোসেনের স্ত্রী রিমা বেগম (২৬) ও রিয়াদ হোসেনের স্ত্রী ফাহিমা বেগম (২০)। অভিযোগে সাক্ষী করা হয়েছে তিনজনকে।
এ বিষয়ে রিয়াদ হোসেন জানান, আমি উক্ত জমির দলিল মূলে মালিক, আর এ নিয়ে আমি আদালতে মামলা করেছি। 'আদালতের দ্বারস্থ হবার পরে কেন নিজে চাচার ফসল নষ্ট করেছেন' এমন প্রশ্নের জবাবে রিয়াদ হোসেন বলেন, আমার জমিতে আমি গাছ লাগাতে গেছি, উনি (লোকমান হোসেন) আমার গাছ নষ্ট করেছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আবুল কালাম জানান, আমি মাত্র ঘটনাস্থল ঘুরে এসেছি।








