বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৭:৩৭

মতলবে চাঁদার জন্যে চলাচলের রাস্তা বন্ধ

প্রতিপক্ষের হামলায় আহত ৪, এলাকাবাসীর মানববন্ধন

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে চাঁদার জন্যে চলাচলের রাস্তা বন্ধ

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপাড় এলাকায় সরকারি রাস্তায় চলাচলের জন্যে চাঁদা দাবি করে না পাওয়ায় রাস্তা বন্ধ করে মারধর করেছে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী। রাস্তা বন্ধের প্রতিবাদ করলে প্রতিপক্ষের মারধরের ঘটনায় মুন্সী বাড়ির ৪জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) সকালে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে ওই এলাকার ভুক্তভোগীরা। এ বিষয়ে মঙ্গলবার ইউএনও বরাবর লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

অভিযোগকারী স্বপন জানান, গত শনিবার (১১ অক্টোবর ২০২৫) নুরুজ্জামান বেপারী গং তাদের জায়গার ওপর নির্মিত সরকারি রাস্তা দিয়ে চলাচল করলে তাদেরকে ৪লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানান। আমাদের বাড়ির লোকজন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পার্শ্ববর্তী বেপারী বাড়ির ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারীর নেতৃত্বে অন্যরা রাস্তাটি গত রোববার বন্ধ করে দেয়। এ সময় আমরা বাধা দিলে আমাদের মারধর করে। মারধরের ঘটনায় ৪জন আহত হয়েছে। আহতরা হলেন : আমেনা বেগম (৪০), আমিন (৩৫), জসিম (৩৮) ও মোহাম্মদ (৪০)। তাদেরকে এলাকায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

এদিকে, এই ঘটনায় ওই বাড়ির প্রায় ৭শ' ভোটার ও তিন হাজার লোকের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। তারা এখন রাস্তার পাশে পানি দিয়ে চলাচল করছে। গত দুদিন যাবৎ শিক্ষার্থীরা মাদ্রাসা, স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারছে না। অতি দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি খুলে দেয়ার জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

ওই বাড়ির একাধিক নারী জানান, দুদিন যাবৎ বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে পারছি না। আমরা চাঁদা দিতে পারিনি বলে আমাদেরকে মারধর করে রাস্তাটি বন্ধ করে দিয়েছে।

একাধিক শিক্ষার্থী জানায়, রাস্তা বন্ধ করে দেয়ায় আমরা দুদিন ধরে স্কুলে যেতে পারছি না। এ রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে স্কুলে যেতে অনেক সময় লাগে। আমাদের স্কুলে যাওয়ার জন্যে রাস্তাটি খুলে দেয়া হোক।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী জানান, ওই বাড়ির লোকজনের চুরির বিষয়ে সংঘর্ষ এড়াতে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, রাস্তা বন্ধের বিষয়ে অভিযোগ পেয়েছি। দু পক্ষকে আমার কার্যালয়ে ডেকেছি। উভয় পক্ষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়