প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৮
বিষ্ণুপুর ইউনিয়নে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ
চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে আমেনা আক্তার (১৭) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার লালপুর গ্রামে স্বামীর বাড়িতে এই নববধূর মৃত্যু হয়। তাকে বালিশ চাপা দিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। কেউ বলছে আমেনা আত্মহত্যা করেছে। এদিকে ঘটনার পর আমেনা আক্তারের স্বামী পালিয়ে যেতে নিলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
|আরো খবর
লাকা সূত্রে জানা যায়, বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্যমচর গ্রামের এনামুল হক প্রধানিয়ার মেয়ে আমেনা আক্তারের সাথে লালপুর গ্রামের মান্নান গাজীর ছেলে শামীম গাজী (২৩)-এর মাত্র দুই মাস পূর্বে বিয়ে হয়। এ সময়ের মধ্যে মেয়েটির মৃত্যু হলো।
খবর পেয়ে মঙ্গলবার চাঁদপুর সদর থানা পুলিশ নববধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। ময়নাতদন্তকারী হাসপাতালের আরএমও ডাঃ আসিবুল হাসান জানান, নিহতের ময়নাতদন্ত রিপোর্ট আসলে সবকিছু স্পষ্ট হয়ে যাবে।
এদিকে চাঁদপুর মডেল থানার এসআই শাহরিয়ার জানান, আমেনা আক্তার মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। যদি নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করে তাহলে আমরা আসামিকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
এদিকে নিহতের বড়ভাই অভিযোগ করে বলেন, ঘটনার আগের দিন রাতে স্বামীর সাথে আমেনার মোবাইলে ঝগড়া হয়েছে। তারপর বোনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। সে সময় তার স্বামী শামীম গাজী তাকে বালিশচাপা দিয়ে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।