বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৭:২৪

অপরাধীদের শাস্তির দাবি

প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় কচুয়ায় মানববন্ধন

বিশেষ প্রতিনিধি।।
প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় কচুয়ায় মানববন্ধন
কচুয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।

কচুয়ায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীগণ।বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে স্থানীয় বর্ণমালা বিদ্যানিকেতনের

শিক্ষক-শিক্ষার্থীগণ ওই বিদ্যালয়ের সম্মুখের সড়কে প্রধান শিক্ষক জাকির হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলা ও মারধরের ঘটনায় মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীগণ জানান, ওই এলাকার দৌলতপুর গ্রামের মহসিন দলবল নিয়ে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদ্যালয় থেকে ডেকে পার্শ্ববর্তী শহীদ উল্লাহ মেডিকেল সেন্টারের দ্বিতীয় তলায় নিয়ে বেধড়ক মারধর করে। মানববন্ধনে অংশগ্রহণকারীগণ প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনার সাথে জড়িত মহসিনসহ অন্যদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হামলা ও মারধরের ঘটনায় প্রধান শিক্ষক জাকির হোসেনের পিতা মেহের আলী বুধবার মহসিন, রাব্বি ও হাবিবকে বিবাদী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম জানান, শিক্ষককে মারধরের ঘটনার অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়