শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:২৯

নিরাপত্তা বাহিনীর অফিস থেকে আটক ২ আসামীর ১ জন হ্যান্ডক্যাপসহ লাপাত্তা

গোলাম মোস্তফা
নিরাপত্তা বাহিনীর অফিস থেকে আটক ২ আসামীর ১ জন হ্যান্ডক্যাপসহ লাপাত্তা
পালিয়ে যাওয়া আসামী মোহন গাজী

চাঁদপুর রেলওয়ের ওয়াশপিটের পিস প্লেট চুরির ঘটনায় রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি)র অভিযানে আটক ২ আসামীর ১ জন হাতে পড়া হ্যান্ডকাফসহ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিস থেকে ইনচার্জের সদস্যদের সন্মুখে পালিয়েছে।

জানা যায়, গত কয়েক দিন পূর্বে রেলওয়ে ওয়াশপিট থেকে ১৬ পিচ পিসপ্লেট চুরির ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উক্ত মালামাল উদ্ধারে মাঠে নামে। এরপর কৌশল অবলম্বন করে শহরের কাঁচ্চা কলোনীর দু' বাসিন্দা মনির হোসেন গাজী পিতা মনির গাজী (৩০), মোহন গাজী (৩৩) পিতা রতন গাজীকে আটক করে।

এরপর এদের তথ্য অনুযায়ী শহরের দুটি ভাঙ্গারী দোকান থেকে ১৬ পিচ পিসপ্লেট উদ্ধার করে।

এক পর্যায়ে অভিযান শেষে ১৯ সেপ্টেম্বর রোববার বিকেলে নিরাপত্তা বাহিনীর অফিসে ইনচার্জ খোরশেদ আলমসহ বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বললে নিরাপত্তা বাহিনীর সদস্য মানিক গাজীকে দু' আটক চোরকে বাথরুমে নিতে নির্দেশ দেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনীর সদস্য মানিককে ধাক্কা মেরে ফেলে দিয়ে দুই চোর হ্যান্ডকাফসহ দৌড় দেয়।

পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদেরকে তাড়া করলে চলন্ত অটোবাইকের সাথে ধাক্কা লেগে চোর মনির গাজী (৩০) পড়ে গিয়ে মাথা ফেটে আহত হয়। অপর চোর মোহন গাজী (৩৩) হাতে থাকা হ্যান্ডকাফসহ পালিয়ে যায়। তবে এই ঘটনায় রেলওয়ে বড়স্টেশন এলাকায় রহস্যের সৃষ্টি হয়।

এদিকে হ্যান্ডকাফ পড়া অবস্থায় দু'চোর পালিয়ে যাওয়ার বিষয়টি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চাঁদপুরের ইনচার্জ মো: খোরশেদ আলমের সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়