প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ১৭:০৬
ফরিদগঞ্জের ধানুয়ায় গরু চুরি
ফরিদগঞ্জে গরু চুরির ঘটনা ঘটেছে। গোবিন্দপুর উত্তর ইউনিয়নের বাসিন্দা, উপজেলা দলিল লিখক সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও পল্লী চিকিৎসক মোনায়েম খানের খামারে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
|আরো খবর
মোনায়েম খান জানান, রোববার (১৯ জানুয়ারি ২০২৫) রাতে প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষ করে তার বসত ঘরে ঘুমিয়ে পড়েন। এর আগে তিনি তার গোয়ালঘরে ২টি বড়ো গরু ও ১টি বাছুর বাঁধা অবস্থায় দরজায় তালা লাগিয়ে আসেন। কিন্তু ২০ জানুয়ারি সকালে ঘুম থেকে উঠে নিজেদের ঘরের দরজা খুলতে গিয়ে বাইরে থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। পরে কেচি গেটের দড়ি কেটে ঘর থেকে বের হয়ে গোয়াল ঘরের তালা ভাঙ্গা এবং গোয়াল ঘরে থাকা ২টি গরু নেই বলে দেখতে পান। শুধুমাত্র বাছুর গরুটি বাঁধা অবস্থায় ছিলো । তিনি জানান, চুরি যাওয়া দুটি গরু গর্ভবতী ছিলো এবং যেগুলোর বর্তমান বাজার মূল্য সাড়ে ৫ লক্ষ টাকা হবে। এ ব্যাপারে ২০ জানুয়ারি ফরিদগঞ্জ থানায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে ফরিদগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।