সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MariaDB server version for the right syntax to use near 'হাজীগঞ্জ%" OR tags LIKE "%"হাজীগঞ্জ%" OR hl2 ...' at line 4

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২২:৩৯

হাজীগঞ্জে ফল ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
হাজীগঞ্জে ফল ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ

হাজীগঞ্জে মো. রাসেল (২৭) নামে এক ফল ব্যবসায়ীকে হামলা, মারধর ও মালামাল ক্ষতির ঘটনায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী নিজে। গত বুধবার (১৫ জানুয়ারি ২০২৫) বিকেলে হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডের সম্মুখে সাহা ফার্মেসীর সামনে এ হামলার ঘটনা ঘটে। রাসেল মকিমাবাদ এলাকার দরগা বাড়ির শহীদুল ইসলামের ছেলে। অভিযুক্তরা হলেন একই এলাকার সর্দার বাড়ির মৃত মাহবুবুল হকের ছেলে মো. রিপন (৪৫), মো. শরীফ এবং আলী মেম্বার বাড়ির কুট্টির ছেলে মো. স্বপন (২৬)। এই তিনজনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্টেশন রোডের সম্মুখে ফুটপাতে বসে ফলের ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন রাসেল। তার দোকানের পাশে সবজির (তরকারি) ব্যবসা করেন বিবাদী স্বপন। তাদের দুজনের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হলে বিষয়টি বুধবার রাতে মীমাংসায় বৈঠকের সিদ্ধান্ত হয়। এর মধ্যে ওইদিন বিকেলে রিপন ও শরীফ তার দোকানে এসে স্বপনের সাথে বিবাদের কারণ জিজ্ঞাসা করে। এক পর্যায়ে তারা রাসেলের ওপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এছাড়া তার দোকানের ফলগুলো রাস্তায় ফেলে ও পা দিয়ে পিষিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি করে। বিবাদীরা তাকে গালমন্দ করে প্রাণনাশের হুমকি দেয়। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্যদের অবহিত করেন এবং ওইদিন হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মারধরের ঘটনায় তিনি হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এদিকে মারধরের বিষয়টি স্বীকার করে মো. রিপন বলেন, রাসেল স্বপনের দোকান ফেলে দিয়েছে এবং তাকে বসতে দিবে না বলে জানায়। স্বপন আমাদেরকে জানালে আমরা রাসেলের কাছে গিয়ে বিষয়টি জানতে চাই। এ সময় রাসেল আমাদেরকে ও আমাদের মৃত মায়ের নামে গালাগালি করে। এক পর্যায়ে তার সাথে মারামারির ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়