রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ০০:১৫

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ

মো: জাকির হোসেন
সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিক। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তির নাম মেহেদী হাসান মুন্না (২৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ব্যবসায়ী মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন জানিয়েছেন, ছিনতাইকারীদের হামলায় ওবায়দুল্লাহ গুরুতর আহত হন।

ব্যবসায়ী মো. আমির হামজা বলেন, “ভোমরা বন্দরের ব্যবসায়ীরা সরকারের রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু যদি আমরা ব্যবসার টাকা নিয়ে নিরাপদে চলাফেরা করতে না পারি, তাহলে এ বন্দর দিয়ে ব্যবসা কীভাবে চলবে? আমি প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক মুন্নার দেওয়া তথ্যে আরও চারজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, স্বেচ্ছাসেবক দল নেতা রফিকুজ্জামান রফিক ছিনতাই করা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যাচ্ছেন। তবে ঘটনার পর থেকে রফিক পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, “এ ঘটনায় চারজনের নামে মামলা করা হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ব্যবসায়ী মহল এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে এবং বন্দরের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়