প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:২২
পরিবারের মধ্যে ঝগড়া, ছেলের বন্ধুর হাতে মায়ের মৃত্যু
চট্টগ্রাম: সামান্য ঝগড়ার জেরে নিজেরই ছেলের বন্ধুর হাতে নির্মমভাবে খুন হলেন এক গৃহবধূ। শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের পটিয়ায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। নিহত শিউলী বেগম (৪২) জঙ্গলখাইন ইউনিয়নের বাসিন্দা।
|আরো খবর
পুলিশ জানিয়েছে, শিউলীর ছেলে শামীমের সাথে আলভী নামে এক যুবকের ছোট ভাইয়ের ব্যাডমিন্টন নিয়ে ঝগড়া হয়। এর জেরে দুই পরিবারের মধ্যে তুচ্ছ ঘটনায় বড় ধরনের ঝগড়া বেধে যায়। একপর্যায়ে আলভী ক্ষিপ্ত হয়ে শিউলিকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং আলভীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।