প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২০:২২
দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামের দুটি পুকুরে একসাথে বিষ প্রয়োগে চাষকৃত বিপুল পরিমাণ মাছ নিধন করা হয়েছে। জানা যায়, ওই গ্রামের পাটোয়ারী বাড়ির এ দুটি পুকুরে গত সোমবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। ওই বাড়ির বাসিন্দা চাঁদপুরের খ্যাতনামা বস্ত্র ব্যবসায়ী কামরুল হাসান অন্য অংশীদারদের সাথে সমঝোতার ভিত্তিতে লিজ নিয়ে পুকুর দুটিতে মাছ চাষ করে আসছেন।
কামরুল হাসান জানান, মাছ মরে যাওয়ার খবর পেয়ে তিনি মঙ্গলবার সকালে দুটি পুকুর পাড়ে গিয়ে অসংখ্য বড়-ছোট নানা প্রজাতির মাছ মরে পচে ভেসে উঠতে দেখেন। বিষ প্রয়োগের কারণে এ দুটি পুকুরের সব ধরনের ছোট-বড় মাছ মরে গেছে। দুটি পুকুরে তার বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ ছিল। এতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এদিকে খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতা ও শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ ঘটনাস্থলে এসে খোঁজ খবর নেন এবং কে বা কারা এ জঘন্য কাজটি করেছে তা গোপন তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন। এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত কামরুল হাসান থানায় সাধারণ ডায়েরি করবেন বলে জানান।