প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ২১:০২
চাঁদপুরসহ ছয় জেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান
৩৪৭টি সংযোগ বিচ্ছিন্ন।। ৭ কোটি ৪০ লক্ষ টাকা বকেয়া আদায়
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)-এর বিতরণ এলাকায় বকেয়া আদায় ও অবৈধ গ্যাস ব্যবহার চিহ্নিত করে বিশেষ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম শুরু হয়েছে।
ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মহাব্যবস্থাপক ও কোম্পানির সচিবের নেতৃত্বে ২১টি টিম গঠন করা হয়। এরা একযোগে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাইজদী ও ফেনীতে বিভিন্ন গ্রাহকের আঙ্গিনা পরিদর্শন করেন। ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে ২২৫৯জন গ্রাহকের আঙ্গিনায় অভিযান চালিয়ে ৩৪৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে বকেয়ার কারণে ১০৬টি ও অবৈধ ব্যবহারের কারণে ২৪১টি। অভিযানের সময় গ্রাহকের নিকট হতে ৭কোটি ৪০ লাখ ২৭ হাজার ৫০৯ টাকা আদায় করা হয়।
বিজিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের গ্যাস বিল পরিশোধের পূর্বে বিল পরিশোধের কপি গ্যাস ব্যবহারস্থলে সংরক্ষণ করার জন্যে অনুরোধ করেছে।