সোমবার, ২১ অক্টোবর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ১৯:২১

কর্মস্থলেই না এসেই বেতন নেন ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা নূর হোসেন

ফরিদগঞ্জ ব্যুরো
কর্মস্থলেই না এসেই বেতন নেন ইউনিয়ন স্বাস্থ্য কর্মকর্তা নূর হোসেন
পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ইনসেটে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোঃ নূর হোসেন।

এক মাস দুমাস নয়, মাসের পর মাস রোগীদের সেবা না দিয়েই বেতনসহ সরকারি সব সুবিধা ভোগ করছেন ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইনচার্জ উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (স্যাকমো) মোঃ নূর হোসেন। কর্মব্যস্ততা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটি করেন এমন অজুহাতে এখানে এসে রোগী দেখেন না। এমনকি হাজিরা বইতে নেই স্বাক্ষর। ২০২৩ সালে যোগদানের পর থেকে এ পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে মাসে ৩/৪ দিন অফিস করলেও সর্বশেষ গত ১ আগস্ট থেকে একদিনের জন্যেও অফিসে আসেননি। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নূর হোসেনের দরজা বন্ধ এবং স্বাস্থ্য কেন্দ্রের প্রতিটি কক্ষে ধূলাবালি ও ময়লা আবর্জনায় ভরপুর। দেখলে মনে হবে এ স্বাস্থ্য কেন্দ্রে তিন থেকে চার বছর ডাক্তারের চেম্বারে কেউ প্রবেশ করে নি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ডাক্তারের জন্যে অপেক্ষারত রোগীরা জানান, গত ১ আগস্টের পর থেকে ডাক্তারের দেখা পাওয়া যায় নি। অবসরপ্রাপ্ত একজন পিয়ন মিজান প্রাথমিক কিছু চিকিৎসার ঔষধ প্রদান করেন। মিজানুর রহমান জানান, ডাক্তার দু- তিন মাস আসেন না। রোগী আসলে বলতে হয় কাল আসবে। স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক আহমেদ মিয়াজী বলেন, গত তিন মাসেও ডাক্তারকে দেখা যায়নি। প্রতিদিনই রোগীরা এসে ভিড় করেন। আমাদের দু-তিনটা ইউনিয়ন মিলে এই একটি মাত্র উপস্বাস্থ্য কেন্দ্র। আমাদের ইউনিয়ন ব্যতীত অন্যান্য ইউনিয়ন থেকে স্বাস্থ্য সেবার জন্যে প্রতিদিনই স্বাস্থ্য কেন্দ্রটিতে রোগী আসেন, কিন্তু ডাক্তারের দেখা মিলে না। অভিযোগের বিষয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার নূর হোসেন জানান, এই বিষয়ে কথা বলতে পারবেন না। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক অনুপস্থিতির বিষয়ে আপনাদের মাধ্যমে জানতে পারলাম। তদন্তে সাপেক্ষে ব্যবস্থাগ্রহণ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়