বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৩৯

ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট
ফরিদগঞ্জে মঙ্গলবার রাতে চুরির ঘটনার শিকার প্রবাসীর বসতবাড়ি।

ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ১৫ অক্টোবর মঙ্গলবার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের দক্ষিণ বরকন্দাজ বাড়ির মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন কবির মিশুর বসতবাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ ৯৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার ও দুটি স্মার্ট ফোন নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। হুমায়ুন কবির মিশুর বোন জায়েদা বেগম কাকলি বলেন, আমি আমার স্বামীর বাড়ি থেকে ১৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় বাবার বাড়িতে আসি। পরিবারের অন্য সদস্যদের সাথে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ১৬ অক্টোবর বুধবার সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বড় ভাবীর একটি স্মার্ট ফোন ও আমার ভ্যানিটি ব্যাগে নগদ ৯৫ হাজার টাকা এবং ঘরে থাকা ২ ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় সব মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করছেন তিনি। তবে কীভাবে চোর ঘরে প্রবেশ করেছে তা নিশ্চিত করে বলতে পারেন নি। স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি ওই গ্রামে বেশ কয়েকটি চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার জানান, চুরির বিষয়ে থানায় অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়