বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ আগস্ট ২০২১, ১৭:১৩

হরিসভা এলাকায় হিন্দু পরিবারকে প্রাণনাশের হুমকি, পুলিশকে অবহিত

স্টাফ রিপোর্টার
হরিসভা এলাকায় হিন্দু পরিবারকে প্রাণনাশের হুমকি, পুলিশকে অবহিত
আরতি রিষিসহ তার পরিবার

চাঁদপুর পুরানবাজার হরিসভা এলাকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের এক হিন্দু পরিবারকে প্রাণনাশের হুমকি প্রদান করেন রুবেল মুন্সীর পরিবার। বিষয়টি পুরানবাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করলে ফাঁড়ি পুলিশ প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেন।

জানা যায়, পুরানবাজার হরিসভা এলাকার গৃহবধু ১ সন্তানের জননী আরতি রিষির (২৬) সাথে একই এলাকার আমির মুন্সীর ছেলে ২ সন্তানের পিতা রুবেল মুন্সীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই প্রেমের সম্পর্কের ঘটনা উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে লোকলজ্জার ভয়ে আরতি রিষির পরিবার ঘটনাটি চেপে যায় এবং রুবেল যাতে ব্যাপারটি নিয়ে বাড়াবাড়ি না করেন, সে ব্যাপারে স্থানীয় কয়েকজনকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। কিন্তু তাদের নিষেধ থাকা স্বত্বেও প্রেমের টানে ছেলে রুবেল রাতের অন্ধকারে সকলের অগোচরে মহিলার কাছে আসা যাওয়া অব্যাহত রাখেন।

এমনি করে আসা যাওয়া করতে গিয়ে গত ১৮ আগস্ট সে মহিলাকে নিয়ে চম্পট দেয় রুবেল। এ ঘটনার পরবর্তীতে উভয়ের পরিবারই তাদেরকে খুঁজতে থাকে। অবশেষে রুবেলের পরিবার নারায়নগন্জের একবাড়িতে তাদের থাকার সংবাদ পায়। তারা মহিলার স্বামীকে নিয়ে রাতের অন্ধকারেই নারায়নগন্জে ছুটে যায় এবং সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুরে নিয়ে আসেন। মহিলার স্বামীও তার স্ত্রীকে বাড়িতে নিয়ে আসেন।

অভাবের সংসার হওয়ায় স্বামী বিশ্বনাথ রিষি তার একমাত্র নাবালক কন্যার মুখের দিকে তাকিয়ে ব্যাপারটি এড়িয়ে যান এবং ঘর ছেড়ে পালিয়ে যাওয়া স্ত্রীকে নিয়েই সংসার করার ইচ্ছা পোষণ করেন।

ঘটনাটি জানাজানি হলে পার্শ্ববর্তী অনেক মানুষ তার বাড়িঘরে ভিড় জমান। এরই মধ্যে ছুটে আসেন রুবেল মুন্সীর স্ত্রী নুরন্নাহার বেগম। সে আরতি রিষিকে তার পরিবারের সামনেই অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং এক পর্যায়ে আরতি রিষিকে মাইরধইর করেন।

ঘটনার হঠকারিতায় বিশ্বনাথ রিষির পরিবারের সকলেই ভয় পেয়ে যায়। তারা প্রতিবাদ করতে গিয়েও রুবেলের পরিবারের পেশী শক্তির কারনে তারা কোনো প্রতিবাদ করার সাহষ করেনি।

ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষনিক পুরানবাজার ফাঁড়ির এসআই মোর্শেদ ও আনোয়ার ছুটে আসেন এবং কিছুতেই যাতে শান্তিশৃঙ্খলা ভঙ্গ না হয়, তার জন্য উভয় পরিবারের সদস্যদের সাবধান করেন।

এর মধ্যেই রুবেল অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে ভর্তি হন। এঘটনায় পুনরায় রুবেলের পরিবারের লোকজন আরতি রিষির বাড়ি এসে তাদের পরিবারকে হুমকি প্রদানপূর্বক মারমুখী হয়ে উঠেন এবং রুবেলের কিছু হলে তাদেরকে প্রাণে মেরে ফেলাসহ নানাহ হুমকি প্রদান করেন। তাদের এ ধরনের হুমকিতে আরতির পরিবারটি ঘাবড়ে যান, তারা প্রাণভয়ে ভীত সন্ত্রস্থ হয়ে পড়েন।

বিষয়টি পুরানবাজার পুলিশ ফাঁড়িকে জানালে তারা তাৎক্ষণিক রুবেল মুন্সীর পরিবারকে সাবধান করে দেন এবং পুনরায় এধরনের ঘটনা ঘটলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়