শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ আগস্ট ২০২১, ১০:০১

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডে গরু চুরি

হাছান খান মিসু
চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডে গরু চুরি

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডস্থ শিলন্দিয়া ও দাসদীতে গত কদিনে ৩টি গরু চুরি হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন কৃষক ও গরুর খামারিগণ। জানা গেছে, গত ১৬ আগস্ট সোমবার দাসদীতে ১টি ও ১৭ আগস্ট মঙ্গলবার গভীর রাতে শিলন্দিয়ায় ২টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া দাসদীর গরুর মালিক কালু গাজীর প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকা মুল্যের ও শিলন্দিয়ার রিপন মিজি ও তার ভাই স্বপন মিজির প্রায় ৩ লক্ষাধিক টাকার ২টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

শিলন্দিয়ায় চুরি হওয়া গরুর মালিক রিপন মিজি জানান, তার ভাই রাতে শব্দ পেয়ে উঠে দেখেন তাদের গরু চোরের দল ট্রাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে চোরের দল তাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে পুকুরে ফেলে দিয়ে গরু নিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত ড্রাম ও ও দেশীয় অস্ত্র সামগ্রী রেখে যায়। এর আগে প্রায় ৩ মাস পূর্বে ২ লক্ষাধিক টাকার তাদের আরও একটি গরু চুরি হয়েছে বলে তারা জানায়। আগের চুরি হওয়া গরুটির বিষয়ে তারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে চুরি হওয়া গরুর মালিক রিপন মিজি জানান।

এ চুরির ঘটনায় অনেকেই তাদের গরু চুরির হাত থেকে রক্ষা পেতে গরুর সঙ্গে গোয়াল ঘরেই নির্ঘুম রাত্রি পার করছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়