প্রকাশ : ১৯ আগস্ট ২০২১, ১৮:৫১
ফরিদগঞ্জের রাতের আঁধারে সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর দখলের অভিযোগ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় রাতের আঁধারে এক সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর দখল করার অভিযোগ উঠেছে। ৯৯৯ সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনের গাও গ্রামে বুধবার দিনগত গভীর রাতে এই ঘটনা ঘটে।
|আরো খবর
জানা গেছে, বালিথুবা পশ্চিম ইউনিয়নের মদনেরগাও গ্রামের চৌধুরী বাড়ির চিকিৎসক প্রনব রায় চৌধুরীর পরিবারের ব্যবহার না করা আধাপাকা ঘর ছিল। বুধবার গভীর রাত ১টা থেকে শুরু করে ৫ঘন্টার মধ্যে কুয়েত প্রবাসী মিরণ খান তার লোকজন দিয়ে আধা পাকা ওই ঘরের নতুন টিনের চাল এবং ঘরের দরজা জানালা লাগিয়ে ঘর দখল করে।
এব্যাপারে ওই সম্পত্তির মালিক চাঁদপুর জেলা শহরে বসবাস করা চিকিৎসক প্রনব রায় চৌধুরী জানান, তারা তিন ভাইয়ের কেউই বাড়িতে থাকেন না। এই সুযোগে পার্শ্ববর্তী মিরন খান তাদের বাড়ির অন্য শরীকদের কাছ থেকে জমি ক্রয় করেছেন এমন দাবী করে বারংবার জমি দখলের চেষ্টা করেন। সর্বশেষ বুধবার গভীর রাতে লোকজন দিয়ে আমাদের মালিকানাধীন অব্যবহৃত আধাপাকা ঘরটিতে টিনের চালা ও ঘরের দরজা জানালা লাগিয়ে দখল করে নেয় ।
সরেজমিন বৃহষ্পতিবার দুপুরে গিয়ে দেখা যায়, চৌধুরী বাড়ির বসবাস না করা আধাপাকা ঘরটিতে নতুন করে নতুন টিনের চাল ও লোহার দরজা লাগানো হয়েছে। স্থানীয় বেশ কয়েকজন জানান, বুধবার গভীর রাতে তারা লোকজন নিয়ে ঘরের কাজ করেছে। তারা বলেন, জমি ক্রয় করে থাকলে দিনের বেলায় কাজ করবেন। এভাবে রাতের আঁধারে কাজ করা বিষয়টি জোর পুর্বক দখলের নামান্তর।
প্রবাসী মিরণের খাণের বৃদ্ধা মা কুলছুমা বেগম জানান, এই ঘরটির জমি তাদের খরিদকৃত। বৃহষ্পতিবার ভোর থেকে লোকজন দিয়ে তারা নির্মাণ কাজ সম্পন্ন করেছেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাওয়া ফরিদগঞ্জ থানার এসআই নাছির উদ্দিন জানান, কয়েকমাস পুর্বে ঘর দখল প্রচেষ্টার লিখিত অভিযোগ করে প্রনব রায় চৌধুরী। তখন ঘটনাস্থলে গিয়ে দখলকারীদের কাউকে না পেলেও দুইজন নির্মাণ শ্রমিক আটক করি। পরে মুচলেকা দিয়ে ছাড়া পায়। সর্বশেষ বৃহষ্পতিবার ৯৯৯ ফোন থেকে এধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তবে সেই সময়ে কাউকে পাইনি।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ইতিপুর্বে জমি সংক্রান্ত বিষয়ে থানায় লিখিত অভিযোগ ছিল। আজও ৯৯৯ ফোন সংবাদ আসলে তাৎক্ষনিক পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।