সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

সোহাঈদ খান জিয়া
চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দু কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দু কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। এ দু কর্মকর্তা হচ্ছে সাইফুল ইসলাম ও পেয়ার হোসেন। এরা দুজন দীর্ঘদিন ধরে একই জেলায় চাকুরি করার সুবাদে বিভিন্ন মাদক ব্যবসায়ীর সাথে রয়েছে গভীর সম্পর্ক। যার ফলে মাদক ব্যবসায়ীরা তাদের মনমতো ব্যবসা করে যাচ্ছে। এ দু কর্মকর্তা অভিযানের পূর্বে মাদক ব্যবসায়ীদেরকে ফোন করে জানিয়ে দেয়। যার ফলে তাদেরকে আটক করা সম্ভব হচ্ছে না।এর বিনিময়ে তারা পেয়ে থাকে মাসে বড় অংকের মাসোহারা। এছাড়া এ দু কর্মকর্তা চাঁদপুর সদর উপজেলার মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উপজেলার মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে থাকেন। সেখানে পেয়ে থাকেন মাসোহারা। এরা বিভিন্ন স্থানে অভিযান করতে গিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের দাবিকৃত টাকা না দিলে মাদক দিয়ে ফাঁসিয়ে দিবে বলে হুমকি দিয়ে টাকা হাতিয়ে নেয়।

যেমন, চাঁদপুর সদরের চান্দ্রা এলাকার সাজেদা বেগমের নিকট হতে ৪০ হাজার টাকা, মতলবের নায়ের গাঁ এলাকার আওলাদের নিকট হতে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। এরকম অনেক নিরীহ মানুষকে তাঁরা বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে।

একটি সূত্র জানায়, এরা দুজন একই জেলায় দীর্ঘদিন ধরে চাকুরি করার সুবাদে মাদক ব্যবসায়ীরা তাদের সাথে আঁতাত করে ব্যবসা করে আসছে। যার ফলে বড় মাদক ব্যবসায়ীরা আইনের হাত ধরা পড়ছে না।

এব্যাপারে সচেতন মহল বলেন, এ দু কর্মকর্তা ৪/৫ বছর একই স্থানে চাকুরি করার কারণে মাদক বয়নসায়ীদের সাথে সম্পর্ক গড়ে উঠে। যার ফলে তাঁরা এদেরকে মাসিক মাসোহারা দিয়ে ব্যবসা করে থাকে। এ দু কর্মকর্তার সাথে সম্পর্ক থাকায় আগের মতো মাদক ব্যবসায়ীরা আটক হচ্ছে না।এব্যাপারে প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে সচেতন মহলের প্রত্যাশা। এব্যাপারে সাইফুল ও পেয়ার হোসেনের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়