প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩, ০২:৫৯
ঢাকা- দোহার সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চলাচল ও যত্রতত্র গাড়ি পার্কিং
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা ঢাকা - দোহার সড়কে প্রায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে,চালকগন নির্দিষ্ট সময়ে যাত্রীবাহী পরিবহন যাত্রী নিয়ে স্টেশন হতে চলে এসে রাস্তায় অতিরিক্ত যাত্রী ওঠায় চালক ও কন্ট্রাকটারদের অতিরিক্ত আয়ের জন্য ।এ কারণে সময় অপচয় হয় । অপচয় কৃত সময় পূর্ণ ও জরিমানার হতে রক্ষা পাওয়ার জন্য চালক নিজ ইচ্ছামত বেপরোয়া গতিতে গাড়ি চালান অপরদিকে রাস্তার পাশে যত্রতত্র ভাবে গাড়ি পার্কিং করার ফলে দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ বলে মনে করেন ভুক্তভোগী মহল ।
|আরো খবর
একদিকে অপ্রশস্ত রাস্তা অপরদিকে একই রাস্তা দিয়ে গাড়ি আসা যাওয়া করার ফলে পথচারীদের ফুটপাতে চলাচলের জায়গাটুকু ও অবশিষ্ট থাকেনা ।
সড়কে গাড়ি পার্কিং করায় পার্কিংকৃত গাড়ির সামনে ও পিছনের দিক দিয়ে চলাচলরত গাড়িগুলোর চালকগণ একটু অসাবধানতা অবলম্বন করলেই ঘটে দুর্ঘটনা । ভুক্তভোগীরা মনে করেন চালকগণ বেপরোয়াগতিতে গাড়ি না চালানো।
সময় মত গাড়ি ছেড়ে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছা ।নির্দিষ্ট ও নিরাপদ স্থানে গাড়ি পার্কিং করা ।তা হলেই যাত্রীগণ সড়ক দুর্ঘটনা হতে রক্ষা পেতে পারেন ।এ ব্যাপারে গাড়ির মালিকও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি কামনা করছে ভুক্তভোগী জনগন।