বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৬ আগস্ট ২০২১, ২৩:২৯

ফরিদগঞ্জে মাছের ঝিলে মাছ ধরতে বাঁধা, সন্ত্রাসী হামলায় আহত ১

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে মাছের ঝিলে মাছ ধরতে বাঁধা, সন্ত্রাসী হামলায় আহত ১

চাঁদপুরের ফরিদগঞ্জে মাছের ঝিল থেকে মাছ ধরার সময় সন্ত্রাসী হামলায় সালাউদ্দিন পাটোয়ারী (৬০)নামে একজন গুরুতর আহত হয়েছে। বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঘটনাটি ১৬ আগস্ট সোমবার ভোররাতে পৌর এলাকার চরকুমিরা এলাকায় ঘটে। এ ব্যাপারে আহত সালাউদ্দিন পাটোয়ারীর ভাই ব্যবসায়ী গিয়াস উদ্দিন বাবুল পাটোয়ারী সোমবার(১৬আগস্ট) রাতে বাদী হয়ে মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারীকে প্রধান অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্র ও হামলায় আহত সালাউদ্দিন পাটোয়ারী জানান, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন বাবুল পাটোয়ারীর গ্রামের বাড়ি ফরিদগঞ্জ পৌর এলাকার চরমথুরা গ্রামের পাশেই বিশাল মাছের ঝিল রয়েছে। মাছের ঝিলটি বাবুল পাটোয়ারীর ভাই সালাউদ্দিন পাটোয়ারী দেখভাল করেন। গত কয়েকদিন ধরে ওই মাছের ঝিল থেকে মাছ ধরা হচ্ছিল। সোমবার ভোর রাত চারটার দিকে জেলেদের মাছ ধরা দেখভাল করার সময় মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী নেতৃত্বে একদল লোক সন্ত্রাসী হামলা চালায়। এসময় তারা সালাউদ্দিন পাটোয়ারীকে কুপিয়ে গুরুতর আহত করে । পরে তারা তো চিৎকারে আশপাশের লোক এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত অবস্থায় পরে তাকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে গিয়াস উদ্দিন বাবুল পাটোয়ারী জানিয়েছেন, তিনি বাদী হয়ে চারজন থানার মাকসুদুল বাশার বাঁধন পাটোয়ারীসহ অন্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি জানান, বাঁধন পাটোয়ারী ইতিপূর্বে তার মাছের ঘের কেটে দিয়ে কেটে দেওয়া সহ নানা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে। মাছের ঝিলের বাঁধ কাটতে গিয়ে লোকজনের ওপর হামলা করেছেন। এক পর্যায়ে পুলিশের হাতে অস্ত্রসহ আটক হয়েছেন। সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত বাঁধন পাটোয়ারীকে ফোন দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, হামলার ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়