শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২০ মে ২০২৩, ১৭:১৫

হাজীগঞ্জে প্রাইভেটকারে পাচারকালে গাঁজা ও ফেনসিডিল মাদকের বড় চালান উদ্ধার

মিজানুর রহমান
হাজীগঞ্জে  প্রাইভেটকারে পাচারকালে গাঁজা ও ফেনসিডিল মাদকের বড় চালান উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে প্রাইভেটকারে বহন করে মাদকের বড় চালান পাচারকালে ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের একটি টিম। ১৯ মে শুক্রবার রাতে হাজীগঞ্জ থানাধীন এনায়েতপুর বাসস্ট্যান্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় মাসুদ পারভেজ সুমন (৩৪) নামে একজনকে হাতেনাতে গ্রেফতার ও মাদকসহ তাকে বহন করা সাদা রঙের প্রাইভেট কারটি জব্দ করা হয়। গ্রেফতার মাসুদ পারভেজ সুমন চাঁদপুরের পার্শ্ববর্তী জেলা শরীয়তপুর গোসাইরহাট থানার চরসুরগাঁও গ্রামের মো. শহিদের ছেলে।এদিন রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমদাদুল ইসলাম মিঠুন জানান,গোপন সংবাদের ভিত্তিতে তাদের টীম বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান করে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় পরিদর্শক বাপন সেন ও সঙ্গিয় ফোর্স মাদক বিক্রেতা মাসুদ পারভেজ সুমনকে একটি সাদা রঙের প্রাইভেট কার, ৩৯০ বোতল ফেনসিডিল ও ২৭ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এই ঘটনায় পরিদর্শক বাপন সেন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়