শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ০৯ মে ২০২৩, ২২:০৮

রাস্তা উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই নামফলক ভাংচুর

শাহরাস্তি ব্যুরো
রাস্তা উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই নামফলক ভাংচুর

শাহরাস্তি উপজেলার হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের উন্নয়ন কাজের নামফলক ভাংচুর করা হয়েছে।

সোমবার ৮ মে দুপুরে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া সড়কের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য। উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই রাতের অন্ধকারে দুষ্কৃৃতিকারীরা নামফলকটি ভেঙ্গে ফেলে। ৯ মে সকালে নামফলকটির ভাংচুরের দৃশ্য দেখে এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এ বিষয়ে চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন ও ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করেছেন।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদ হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার বলেন, বিষয়টি আমি স্থানীয় নেতাদের মাধ্যমে জানতে পারি। যারা এগুলো ভাংচুর করেছে, তারা সরকারের উন্নয়ন বিরোধী দুর্বৃত্ত। আমি এ ঘটনায় নিন্দা প্রকাশ করছি। ঘটনাটির ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ ধরনের নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়