শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ৩৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ আগস্ট ২০২১, ২০:০৬

শাহরাস্তিতে গভীর রাতে বাড়িতে হামলা, সীমানাপ্রাচীর ভাংচুর

মোঃ মঈনুল ইসলাম কাজল
শাহরাস্তিতে গভীর রাতে বাড়িতে হামলা, সীমানাপ্রাচীর ভাংচুর

শাহরাস্তিতে পূর্বশত্রুতার জের ধরে গভীর রাতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শাহরাস্তি পৌরসভার ২ নং ওয়ার্ডের বাদিয়া কাজি বাড়িতে এ ঘটনাটি ঘটে। এবিষয়ে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবার রাত ২টায় পূর্ব শত্রুতার জের ধরে কাজি বাড়ির মোঃ শাহ আলমের বাসায় গেইটে তালা ঝুলিয়ে ২০ থেকে ২৫ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িতে হামলা চালায় এসময় তারা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে। বাসার ভেতর আটকে থাকা শাহ্ আলমের বড় ছেলে আরিফ হোসেন ৯৯৯ এ ফোন দিলে শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

শাহরাস্তি থানার উপপরিদর্শক (এসআই) চৌধুরী আলম জানান, তিনি সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে বাসার গেইটের তালা ভেঙে তাদের উদ্ধার করেন, এবং বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলার দৃশ্য দেখতে পান। তিনি আসার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তিনি জানান, তাদের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। বাড়ির মালিক শাহ্ আলম জানান, পাশ্ববর্তী ডাকবাংলো বাড়ির শাহ জাহানের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ ছিল কিন্তু তা আদালতে রায়ের মাধ্যমে সমাধান হয়।

শাহ্ আলম জানান উক্ত রায় তার পক্ষে যাওয়ায় বিষয়টি মেনে নিতে পারছেনা শাহ্ জাহান। ঐদিন রাতে হামলার সময় তাদেরকে ও দেখা যায়। এবিষয়ে সাবেক কাউন্সিলর বাহার উদ্দিন জানান, উক্ত ঘটনায় শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মান্নান নিজেই তদন্ত করবেন বলে জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়