সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ০০:০০

এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি

কচুয়ায় ভাবীর ছোড়া গরম পানিতে ঝলসে গেছে দেবরের শরীর

কচুয়ায় ভাবীর ছোড়া গরম পানিতে ঝলসে গেছে দেবরের শরীর
মোহাম্মদ মহিউদ্দিন ॥

কচুয়ায় ভাবীর ছোড়া গরম পানিতে ঝলসে গেলো দেবরের শরীর। সোমবার উপজেলার কাদলা ইউনিয়নের আয়মা গ্রামের ভাবী শামীমা বেগম দেবর শাহাদাত হোসেনের উপর গরম পানি ছুড়ে শরীর ঝলসে দেয়। এ ঘটনায় আহত শাহাদাত হোসেন (৩৩) বাদী হয়ে সোমবার রাতে ভাবী শামীমা বেগম (৪০)-এর বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, শামীমা বেগম (৪০) শাহাদাত হোসেনের বড় ভাই আনোয়ার হোসেনের স্ত্রী। আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মালয়োশিয়া প্রবাসী। তিন সন্তানের জননী শামীমা বেগম স্বামীর অবর্তমানে এলাকার বখাটে ছেলেদের নিয়ে রাত-দিন নিজ গৃহে আড্ডা দেন। এ বিষয়ে দেবর শাহাদাত হোসেন (৩৩) ভাবী শামীমাকে নিষেধ করায় দেবর-ভাবীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ভাবীর ঔদ্ধত্যমূলক আচরণ ও অশোভনীয় কাজে বাধা দেয়ায় শামীমা বেগম দেবর শাহাদাতকে হুমকি-ধমকি দেয়। এক পর্যায়ে তাকে পুড়িয়ে মারার হুমকি প্রদান করে।

সোমবার বিকেলে আয়মা গ্রামের এক ব্যক্তির নামাজে জানাজায় অংশগ্রহণ শেষে শাহাদাত হোসেন শামীমা বেগমের ঘরের পাশ দিয়ে নিজ গৃহে যাওয়ার সময় পূর্বপরিকল্পনায় শামীমা বেগম শাহাদাত হোসেনের উপর গরম পানি ছুড়ে মারে। এতে শাহাদাত হোসেনের পিঠ ও বাম হাত ঝলসে যায়। টের পেয়ে স্থানীয়রা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে শাহাদাতকে ভর্তি করায়। উন্নত চিকিৎসার জন্যে পরদিন মঙ্গলবার তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করানো হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়