সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ অক্টোবর ২০২২, ২১:৫৭

মধ্য ইচলীতে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

স্টাফ রিপোর্টার
মধ্য ইচলীতে সরকারি রাস্তা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত মধ্য ইচলী সরকারি রাস্তা দখল করে অবৈধভাবে বাউন্ডারি দেয়াল ও খেয়াঘাটে অবৈধ স্থাপনা নির্মাণ করছেন সেলিম বেপারী গং। জনস্বার্থে তা বন্ধ করার জন্যে এলাকাবাসীর পক্ষে চাঁদপুর পৌরসভার মেয়রের সদয় হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার মোঃ আতিকুর রহমান। জানা যায়, চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ভূঁইয়া সড়কের সরকারি রাস্তা দখল করে কোনরূপ আইনের তোয়াক্কা না করে পেশীশক্তি খাটিয়ে বাউন্ডারি দেয়াল নির্মাণ ও ইচলী খেয়াঘাট সংলগ্ন স্থানে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করছেন এলাকার মোঃ সেলিম বেপারী গং। যা স্থাপন করা হলে এলাকার মানুষসহ অত্র এলাকায় চলাচলকারী হাজারো মানুষের চলাচলে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সেলিম গংয়ের সরকারি জায়গা দখলপূর্বক অবৈধ কর্মকাণ্ডে এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করলেও নিজেদের প্রাণভয়ে কেউ সাহস করে কোনো প্রতিবাদ করতে পারছে না। তার এই কর্মকাণ্ডে যদি এখনই প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা না হয়, তাহলে দিন দিনই তার অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে। যার ফলে সরকারি সম্পত্তি বেদখলসহ সাধারণ মানুষের চলাচলে ব্যাপক ক্ষতিসাধিত হবে। তাই সরকারি সম্পত্তি রক্ষাসহ অনৈতিক কর্মকাণ্ডে পৌরসভা জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করবেন বলে এলাকাবাসী মনে করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়