প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০৯:৩৩
মোটরসাইকেল চালককে বহুদূর টেনে নিলো ঘাতক ট্রাক
ট্রাকের নিচে আটকে থাকা নাসির উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে টেনে-হিঁচড়ে প্রায় ৫ কিলোমিটার নিয়ে আসা হলো। ট্রাকের নিচে আটকে থাকা অবস্থায় মারা যান তিনি। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারে। নিহত মোটর সাইকেল চালকের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া এলাকায়, তবে তার অস্থায়ী ঠিকানা কুমিল্লার শাসনগাছা বলে প্রাথমিকভাবে জানা গেছে।
|আরো খবর
গোলাম মোস্তফা ডাবলু নামের ঘাতক ট্রাক চালকের বাড়ি যশোরে। চাঁদপুর মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ট্রাক চালককে আটকসহ ট্রাকটিকে জব্দ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর সাইকেল চালক নিজে মোটরসাইকেল চালিয়ে চাঁদপুরের দিকে যাওয়া অবস্থায় চানখারপুল এলাকার নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাজীগঞ্জমুখী যশোর ট ১১-৪৩৮০ নম্বরের ট্রাকটির ভিতরে মোটর সাইকেলটি ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে দিয়ে মোটর সাইকেলেটি বেরিয়ে গেলেও ট্রাকের নিচের কোনো এক স্থানে আটকে যান মোটর সাইকেল চালক নাসির উদ্দিন। এ অবস্থায় ট্রাক চালক ট্রাকটি না থামিয়ে হাজীগঞ্জের দিকে চালিয়ে যেতে থাকেন। পথিমধ্যে মিয়ার বাজারের বেশ কয়েকজন সিএনজি অটোরিকশা চালক ট্রাকের নিচে কাউকে আটকে থাকতে দেখে তাদের পরিচিত মহামায়া বাজারের কয়েকজন সিএনজি অটোরিকশা চালককে ফোন করে খবরটি দেন। এর পরেই মহামায়া বাজারের মানুষজন জড়ো হয়ে ট্রাকটিকে আটকিয়ে ট্রাকের নিচ থেকে আটকে থাকা লোকটিকে উদ্ধার করলেও তাকে আর বাঁচাতে পারেননি। আটকে থাকাবস্থাতেই লোকটি মারা যান। এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রেখে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনাস্থলে আরো আগে পুলিশ পাঠানো হয়েছে।